পাওলো কোয়েলহোর লেখা বিশ্ব বিখ্যাত উপন্যাস। বিশ্বের প্রায় ৬২টি ভাষায় অনুদিত হয়েছে বইটি। উপন্যাসের মূল চরিত্র একজন মেষপালক। যার নাম সানতিয়াগো। তার স্বপ্ন ছিল মিসরের পিরামিড দেখার। তারপর একদিন সে যাত্রা শুরু করে পিরামিডের পথে। মুখোমুখি হয় বিভিন্ন কঠিন পরিস্থিতির । কীভাবে সে কঠিন পরিস্থিতিগুলো মোকাবেলা করে এবং তার স্বপ্নকে কীভাবে বাস্তবায়ন করে আর কীভাবে তার দেখা হয়, আলকেমিস্টের সঙ্গে মূলত সে কাহিনি নিয়েই দ্য আলকেমিস্ট বইটি। নিঃসন্দেহে একটি শিক্ষণীয় এবং অ্যাডভেঞ্চারের বই। সবার উচিত বইটি একবার হলেও পড়া।
লেখক: শিক্ষার্থী, উখিয়া সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার
বিজ্ঞাপন
মন্তব্য করুন