‘অ্যান্ট–ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া’ মাল্টিভার্স গাথার নতুন যুগ

অলংকরণ: আপন জোয়ার্দার

মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স (এমসিইউ) তরুণ প্রজন্মের কাছে একটি ভালোবাসার নাম। ছোট থেকেই আমরা আয়রনম্যান, থর, স্পাইডার–ম্যান, ক্যাপ্টেন আমেরিকার নাম শুনে বড় হয়েছি। সিভিল ওয়ার, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার এবং সব শেষে এন্ডগেম–এর দর্শকপ্রিয়তা সারা পৃথিবীর মানুষকে চমকে দিয়েছে। মার্ভেলপ্রেমীদের ভালোবাসার কিছু চরিত্র হারিয়ে গেলেও নতুন নতুন সুপারহিরো দিয়ে আজও আমাদের জব্দ করে রেখেছে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স। তেমনি অ্যান্ট–ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া মার্ভেলের ফেজ-৫–এর একটি নতুন সংযোজন। দর্শকমহলে জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কিতও হয়েছে কিছুটা।

অ্যান্ট–ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ ৫ শুরু করে তাদের নতুন প্রতিপক্ষ ক্যাং দ্যা কংক্যুরার–এর সঙ্গে। সিনেমাটি মুক্তি পায় গত ১৭ ফেব্রুয়ারি। ‘অ্যান্ট–ম্যান’ সিরিজে তৃতীয় মুভি এটি। ‘অ্যান্ট–ম্যান’ (২০১৫) এবং ‘অ্যান্ট–ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প’–এর (২০১৮) পরবর্তী পর্ব। অ্যান্ট–ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়ার পরিচালক পেইটন রিড। ভক্তদের একটি নতুন কোয়ান্টাম জগৎ দেখিয়েছেন তিনি, যা আমাদের সভ্যতার ক্ষুদ্রতরে অবস্থিত।

ইদানীং টাইম ট্রাভেল, মাল্টিভার্স, কোয়ান্টাম জগৎ, অন্যান্য মাত্রার জগৎ, সেক্রেড টাইমলাইন ইত্যাদি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ-৪ থেকে ৬–এর প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। ফেজ ৫–এর প্রথম মুভি হিসেবে অ্যান্ট ম্যান এবং দ্য ওয়াসপ: কোয়ান্টাম্যানিয়া প্রবেশ করতে সক্ষম হয়েছে মার্ভেলের নতুন ধারণা এবং বহুমুখী যুদ্ধে। এই তত্ত্বের ওপর ভিত্তি করে এমসিইউ ভক্তরা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছেন আসন্ন সিনেমার প্লট এবং টুইস্ট।

মার্ভেলের ফেজ-৫–এর কোয়ান্টাম রাজ্যই প্রমাণ করে সুদূর ভবিষ্যতে ভক্তদের জন্য কী কী অপেক্ষা করছে। অ্যান্ট ম্যান অ্যান্ড দ্য ওয়াস্প: কোয়ান্টাম্যানিয়া হলো পরবর্তী এমসিইউ সিনেমার ভবিষ্যৎ। একটি সীমাবদ্ধ মহাবিশ্ব দ্বারা আবদ্ধ না থেকে মার্ভেল এখন একটি বিশাল রহস্যময় মহাবিশ্ব যা বিভিন্ন মহাজাগতিক মাত্রা, মাল্টিভার্স এবং মহাবিশ্বের বিভিন্ন ভিলেনে পরিপূর্ণ। এই প্লট এবং কল্পকাহিনি এমসিইউকে উৎসাহিত করবে মাল্টিভার্সের বিভিন্ন যুদ্ধ এবং বিশৃঙ্খলা সম্পর্কে নতুন নতুন তত্ত্ব এবং প্রচুর ধারণার সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দিতে।