কিআর নতুন পাঠক
প্রিয় কিআ,
আমি তোমার নতুন পাঠক। নতুন বলতে আমি তোমাকে আগে থেকেই জানতাম; কিন্তু কখনো পড়তাম না। এখন তোমাকে পড়তে আমার ভালো লাগে। সব সময় না পড়লেও রাতে ঘুমানোর সময় তোমাকে পড়ি। সামনে আমার প্রথম সাময়িক পরীক্ষা। পরীক্ষার জন্য দোয়া কোরো।
গোলাম মোর্শেদ চৌধুরী
নবম শ্রেণি, সাইদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী
কিআ: বাহ! ভালো লাগল শুনে। ঘুমানোর আগে যে কিআ পড়ো, এতে কি ঘুম ভালো হচ্ছে? নাকি স্বপ্নেও কুইজের উত্তর মেলাতে পারছ না? তোমার পরীক্ষার জন্য শুভকামনা রইল