পরীক্ষার আগে যে ১৩টি পরামর্শ মনে রাখতে হবে

এসএসসি পরীক্ষায় ভালো করতে চাও? তাহলে ভালো প্রস্তুতির সঙ্গে সঙ্গে কিছু নিয়মকানুনও তোমাকে মনে রাখতে হবে। জেনে নাও সেগুলো—

পরীক্ষাকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি

পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে পৌঁছে নির্ধারিত আসনে বসতে হবে। প্রথম পরীক্ষার দিন অন্তত ৬০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হবে।

প্রয়োজনীয় জিনিসপত্র

তোমার প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলম, পেনসিল, স্কেল, জ্যামিতি বক্স, সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও ঘড়ি একটি ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ ব্যাগে নিয়ে নেবে। কেননা, পরীক্ষাকেন্দ্রে অস্বচ্ছ ব্যাগ বহন করা যাবে না।

উত্তরপত্রবিষয়ক সতর্কতা

সাধারণত পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে পরীক্ষার্থীদের উত্তরপত্র সরবরাহ করা হয়। এ সময় বিনীতভাবে দাঁড়িয়ে শিক্ষকের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহ করতে হবে। উত্তরপত্রের পৃষ্ঠায় কাটাছেঁড়া আছে কি না, দেখে নেবে। উত্তরপত্রের নির্ধারিত স্থান থেকে উত্তর লেখা শুরু করতে হবে।

বলপয়েন্ট কলম দিয়ে

উত্তরপত্রের কিছু অংশ বলপয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে। সেসব অংশ অবশ্যই কালো বলপয়েন্ট কলম দিয়ে পূরণ করবে। পেনসিল বা অন্য কোনো কালি ব্যবহার করবে না।

OMR শিট

তোমার উত্তরপত্রের OMR শিট যথাযথ উপায়ে ধীরস্থিরভাবে পূরণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথমে পেনসিল দিয়ে দাগিয়ে পরে বলপয়েন্ট কলম ব্যবহার করা যেতে পারে। রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্রের সঙ্গে মিলিয়ে সতর্কতার সঙ্গে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড, বোর্ডের নাম ইত্যাদি পূরণ করলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে।

বৃত্ত পূরণে সতর্কতা

পরীক্ষায় তোমাকে OMR শিটে ও বহুনির্বাচনি প্রশ্নে বৃত্ত ভরাট বা পূরণ করতে হবে। মনে রেখো, আংশিক নয়, বৃত্ত সম্পূর্ণভাবে পূরণ করতে হবে। লক্ষ রাখতে হবে, কালি যেন বৃত্তের বাইরে না যায়।

প্রশ্নপত্র হাতে পেয়ে

প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রশ্ন শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগসহকারে পড়বে। যে প্রশ্নগুলো ভালো জানা এবং যেগুলোর উত্তরে বেশি নম্বর পাওয়া যাবে, সেগুলো মনে মনে নির্ধারণ করে নেবে। মনে রেখো, প্রশ্নপত্রে দাগানো বা কোনো কিছু লেখা যাবে না।

বহুনির্বাচনি অংশ, সৃজনশীল অংশ

ইংরেজি বাদে প্রতিটি বিষয়ের পরীক্ষায় দুটি অংশ থাকে। একটি বহুনির্বাচনি ও অন্যটি সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশ। প্রথমে বহুনির্বাচনি অংশ ও পরে সৃজনশীল অংশের পরীক্ষা অনুষ্ঠিত হবে। মনে রেখো, এ দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

উত্তরপত্র ভাঁজ করবে না

তোমার পরীক্ষার খাতাই তোমার সাফল্যের প্রতীক। তোমার খাতার প্রথম পৃষ্ঠায় থাকবে দরকারি তথ্যসহ OMR ফরম। প্রথম পৃষ্ঠাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনো অবস্থাতেই তোমার উত্তরপত্রটি ভাঁজ করবে না।

আলাদাভাবে পাস

মনে রেখো, পরীক্ষায় সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) অংশ, বহুনির্বাচনি ও ব্যবহারিক অংশ থাকে। শিক্ষা বোর্ডের নিয়মানুসারে তোমাকে তিনটি অংশে আলাদা আলাদাভাবে পাস করতে হবে।

সাধারণ ক্যালকুলেটর

পরীক্ষায় গণিত ও বিজ্ঞান বিষয়ে তোমার ক্যালকুলেটর লাগবে। তবে সেটা হতে হবে সাধারণ সায়েন্টিফিক মানের। শিক্ষা বোর্ডের নিয়মানুসারে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর (fx100 বা fx991) ব্যবহার করতে পারবে। উচ্চ ডেফিনেশনের সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে না।

সঙ্গে নেবে না মোবাইল

তোমরা অনেকেই মোবাইল ব্যবহার করো। কিন্তু পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে কেউ মোবাইল সঙ্গে নেবে না। কারণ, শিক্ষা বোর্ড পরীক্ষার কেন্দ্রে পরীক্ষার্থীকে, এমনকি পর্যবেক্ষককেও ফোন নেওয়ার কোনো অনুমোদন দেয় না।

স্বাক্ষর দেবে উপস্থিতিপত্রে

প্রতিটি পরীক্ষার উপস্থিতিপত্র থাকে। সৃজনশীল বা রচনামূলক, বহুনির্বাচনি ও ব্যবহারিক পরীক্ষায় তোমার উপস্থিতি তোমাকেই নিশ্চিত করতে হবে। সে জন্য তোমাকে উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে।