জলবায়ু পরিবর্তনের এই সময়ে তুমি যা করতে পারো
- যতটুকু সম্ভব কম বিদ্যুৎ ও জীবাশ্ব জ্বালানি ব্যবহার করো, যেমন অল্প দূরত্বে গাড়ির বদলে সাইকেল চালানো। সম্ভব হলে ব্যক্তিগত গাড়ির বদলে গণপরিবহনে চলাচল করো। 
- তোমার খাবার কত দূর থেকে আসে, খুঁজে বের করে অল্প দূরত্বের খাবার খাও। যেমন যে চিপস দেশের বাইরে থেকে আসে, সেটার জন্য পরিবহন জ্বালানি বেশি লাগে। 
- এক কেজি গরুর মাংস উৎপাদনে ৫ হাজার থেকে ২০ হাজার লিটার পানি খরচ হয়। কোন খাবারে কতটুকু পানি খরচ হয়, খুঁজে বের করে কম পানি খরচ করার পরিকল্পনা করো। 
- প্রয়োজনের অতিরিক্ত পোশাক কেনার আগে ভাবো। কারণ, একটা সুতির টি–শার্ট বানাতে বিভিন্ন ধাপে খরচ হয় ২ হাজার ৭০০ লিটার পানি। 
- কার্বন ফুটপ্রিন্ট নিয়ে সচেতন হও। তোমার কাজকর্মের ফলে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, সেটাই তোমার কার্বন ফুটপ্রিন্ট। 
- গাছ কাটতে বাধা দাও, নতুন গাছ লাগালে সেটার যত্ন করো জীবনভর। 
- কেউ অপ্রয়োজনে আগুন জ্বালালে তাকে নিরুৎসাহিত করো। 
- কার্বন নিঃসরণের দায় নিয়ে জানো, নিজের ভবিষ্যৎকে সুরক্ষা দিতে এ নিয়ে সরব হও। মনে রেখো, এখনকার শিশুর ভবিষ্যৎ নির্ভর করে এখন বড়রা কী করছে, পরিবেশের কোন অবস্থা রেখে যাচ্ছে।