মধ্যম মেধা নিয়ে তোমার গর্ব করা উচিত

আমি দশম শ্রেণিতে পড়ি। ছাত্র হিসেবে আমি মধ্যম। পড়লে পারি। কিন্তু সেই পড়াতেই ইদানীং মনোযোগ দিতে পারছি না। আমি প্রতিভাহীন মানুষ। কোনো প্রতিভা বোধ হয় আমার মধ্যে নেই। সে নিয়েই সারা দিন ভাবি। নিজেকে প্রকাশ ঘটানোর ইচ্ছাটা ব্যাপক। ছোটবেলায় অনেক জিনিসই লোকলজ্জার ভয়ে করতে চাইতাম না। এখন সে রকম হয় না, তবু কিসের একটা পিছুটান। ভুল নামের জিনিসটা আমার প্রাত্যহিক সঙ্গী। প্রতিদিন একটা না একটা ভুল থাকবেই, যে কারণে আমি শঙ্কিত। ইদানীং চোখের নিচে কালো দাগ লক্ষ করতে পারছি। যে কারণে সবাই আমার দিকে ভুরু কুঁচকে তাকায়। সবাই বলে ‘নেশাটেশা করো নাকি?’ যেটা শুনলে আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি মাদক নামের জিনিসটাকে ঘৃণা করি। আর আমি চিন্তামুক্ত থাকতে চাই। এখন আমার করণীয় কী?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: প্রথমত পৃথিবীতে সবচেয়ে বড় বড় অবদান যাঁরা রাখতে পেরেছেন, তাঁরা সবাই মধ্যম মেধার! তাই মধ্যম মেধা নিয়ে তোমার গর্ব করা উচিত। আর প্রতিভা বিষয়টিকে কেবল পড়ালেখার মান দিয়ে বিচার করলে হবে না। এই যে তুমি তোমার সমস্যাটিকে সাজিয়ে লিখে আমাদের কাছে পাঠিয়েছ, এটাও কিন্তু একটা প্রতিভা। মানুষ নিজেকে যা ভাবে, একসময় তা-ই হয়ে যায়, তাই কখনো নিজেকে ছোট মনে করবে না, ভাববে তুমি পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রজাতির একজন। তুমি নিজের জীবনের ইতিবাচক দিকগুলো বেশি বেশি দেখতে থাকো। আর ভুলের কথা বলছ? বিজ্ঞানে ‘ট্রায়াল অ্যান্ড এরর’ বলে একটি বিষয় আছে। তুমি ভুল করতে করতেই সবচেয়ে নিখুঁত হতে পারবে। যারা কাজ করে তাদেরই ভুল হয়। ভুলের কারণে মন খারাপ না করে প্রতিটি ভুলকে জীবনের শিক্ষা মনে করে সামনে এগিয়ে যেতে হবে। চোখের নিচে কালি অনেক কারণে হতে পারে—রাতজাগা, দুশ্চিন্তা করা, হজমের সমস্যা এমনকি জন্মগত। তাই কেউ যদি তোমাকে মাদকাসক্ত বলে ভুল বোঝে, তবে মন খারাপ কোরো না, তুমি নিজেই জানো তুমি কী, তাই অপরের আচরণে মনে কষ্ট না পেয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও। প্রতিদিন ব্যায়াম করো, প্রচুর পানি পান করো আর খাবারের তালিকায় অবশ্যই শাকসবজি রেখো।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।