প্রোগ্রামিংয়ের সহজ পাঠ

চতুর্থ শিল্পবিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে পৃথিবী। এ বিপ্লবে অংশ নিতে বাংলাদেশের প্রয়োজন দক্ষ জনশক্তি। প্রোগ্রামিং দক্ষ জনশক্তি গড়ার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্ক্র্যাচও একধরনের প্রোগ্রামিং ভাষা। কম্পিউটার দিয়ে কাজ করিয়ে নেওয়ার একটি পদ্ধতি প্রোগ্রামিং। অর্থাৎ বড় বড় কাজ বা সমস্যাকে কম্পিউটার প্রথমে ছোট ছোট ধাপে ভাগ করে নেয়। তারপর সেই ছোট ছোট কাজ ধাপে ধাপে সমাধান করে বড় কাজটি সম্পন্ন করা হয়। এভাবে কাজ করার পদ্ধতিই হলো প্রোগ্রামিং।

কোনো একটি কাজ প্রোগ্রামিংয়ে লিখে সমাধান করার জন্য কীভাবে চিন্তা করতে হবে এবং স্ক্র্যাচ ব্যবহার করে কীভাবে তা সমাধান করা যাবে, তা নিয়েই আলোচনা করা হয়েছে ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং বইটিতে। বইটিতে প্রতিটি প্রোগ্রামিং সমস্যার সমাধান একাধিক উপায়ে দেখানো হয়েছে। এটি স্ক্র্যাচ শেখার একটি ম্যানুয়ালও বটে। এখানে স্ক্র্যাচ ব্যবহার করে বিভিন্ন উপায়ে অ্যানিমেশনের গল্প ও গেম তৈরির উদাহরণ দেখানো হয়েছে। বইটি লেখা হয়েছে মূলত দুটি উদ্দেশ্যে। প্রথমত, শিক্ষকেরা যেন পাঠ্যবইয়ের বাইরেও স্ক্র্যাচের নানা বিষয় ও এর মাধ্যমে সমস্যা সমাধানের কিছু উদাহরণ হাতের কাছে পান। দ্বিতীয়ত, অগ্রসর শিক্ষার্থীরা যেন তাঁদের জানা ও বোঝার আগ্রহকে আরও এগিয়ে নিতে পারেন।

বইটি লিখেছেন নাসির খান সৈকত, মোশারফ হোসেন টিপু ও নিয়াজ মাসুদ রাহাত। প্রত্যেকেই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী এবং তাঁরা আইসিটি প্র্যাকটিশনার। একই সঙ্গে তাঁরা বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের প্রোগ্রামিং ও রোবটিকসের সঙ্গে যুক্ত আছেন। এ ছাড়া বইটি সম্পাদনা করেছেন মুনির হাসান। তিনি দীর্ঘদিন গণিত, বিজ্ঞান, প্রোগ্রামিং ও প্রযুক্তির প্রসারের জন্য কাজ করেছেন। বইটি যে নিঃসন্দেহে দারুণ হবে, তা আর বলার অপেক্ষা রাখে না। শৈশবেই গণিত ও বিজ্ঞানের পাশাপাশি প্রোগ্রামিংয়ে হাতেখড়ির জন্য বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বইটি পাওয়া যাবে দেশের অভিজাত সব বুকস্টলে। এ ছাড়া প্রথমা ডটকমসহ বিভিন্ন অনলাইন শপে পাওয়া যাচ্ছে বইটি।