অনেক বলেও আমরা বাবাকে থামাতে পারছি না

আমি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। আমার বাবা অনেক আগে থেকেই প্রচুর সিগারেট খান। আমরা এ বছর নতুন বাসায় উঠেছি। নতুন বাসায় ওঠার পর বাবার সিগারেট খাওয়া বেড়ে গেছে। এ ব্যাপারে আমার মা খুব একটা সচেতন নন। বাবার কয়েক দিন ধরে অনেক কাশি। এ ব্যাপারে শুধু আমি আর আমার ছোট বোন সচেতন। অনেক বলেও আমরা বাবাকে থামাতে পারছি না। মাকেও বলছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাবাকে বললে বাবা রেগে যাচ্ছেন, ধমক দিচ্ছেন। আমার এখন কী করা উচিত। ভালো একটা পরামর্শ চাই?

নাম প্রকাশে অনিচ্ছুক

উত্তর: আমি তোমার সদিচ্ছা সহমর্মিতা ও সাহসকে সাধুবাদ জানাই। তুমি ও তোমার ছোট বোন বুঝতে পারছ সিগারেট বাবার জন্য স্বাস্থ্যকর নয়।

তুমি বাবার কাশিকে আমলে নিয়েছ অথচ বাবা গুরুত্ব দিচ্ছেন না। এগুলো বাবা অসচেতনভাবেই করছেন। বাবা যেদিন সিগারেটের ক্ষতিকর দিক ভেতর থেকে উপলব্ধি করতে পারবেন, অর্থাৎ সমস্যাকে আমলে নেবেন, তখন সমস্যা সমাধানের জন্য তাঁর সামর্থ্যকে কাজে লাগাবেন।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।