কুয়াকাটা

স্থান: পটুয়াখালী | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার

কুয়াকাটাকে বলা হয় ‘সাগরকন্যা’। এখানে একই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। লাল কাঁকড়ার দ্বীপ নামে এখানে আলাদা একটা জায়গাই রয়েছে, সেখানে খুব ভোরে পৌঁছাতে পারলে দেখা যায় পুরো সমুদ্রসৈকতে লাল কাঁকড়ার দল নিজেদের কার্পেটের মতো বিছিয়ে রেখেছে! সৈকতজুড়ে তাদের শিল্পকর্ম! এখানে আছে ফাতরার চর আর আছে গঙ্গামতির চর। ফাতরার চর মূলত সুন্দরবনের বর্ধিত একটি অংশ, ফলে এখানে গেলে সুন্দরবনের একটা আবহ পাওয়া যাবে। অন্যদিকে গঙ্গামতির চর শান্তশিষ্ট ফল-ফুলে ভরা একটি দ্বীপ, এখানে জংলি ফল আর খাবারের কোনো কমতি নেই। এখান থেকে খুব ভোরে টকটকে লাল সূর্যটা দেখা যায়। কুয়াকাটা কিন্তু বুদ্ধমূর্তির জন্যও অনেক সুপরিচিত। ঢাকা থেকে অনেকভাবেই কুয়াকাটায় যাওয়া যায়, তবে সবচেয়ে ভালো হবে সোজা বাসে চলে গেলে। একটু সময় লাগলেও ভোরবেলায় বাস থেকে নেমে সমুদ্র দেখার মজাটাই আলাদা। পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারো এই জলজঙ্গলের দ্বীপে। কুয়াকাটার সমুদ্রসৈকত অনেক পরিচ্ছন্ন একটি সৈকত, এখানে পরিবেশের ক্ষতি হয় এমন অপচনশীল জিনিস ফেলা যাবে না। যেহেতু সাগর এলাকা, সেহেতু সঙ্গে করে একটা লাইফজ্যাকেট নিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)