চাঁদের পাহাড়

লেখক: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
প্রথম প্রকাশ: ১৯৩৭
ভাষা: বাংলা

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ছিল প্রকৃতির প্রতি আজন্ম টান। কিন্তু দুর্জনেরা বলে, বিভূতিভূষণ ছিলেন ঘরকুনো টাইপের। কিন্তু এই মানুষটাই স্রেফ কল্পনার ডানায় ভর দিয়ে চলে গিয়েছিলেন দুর্গম আফ্রিকার ঘন জঙ্গল আর পাহাড়ের দেশে। সেই কাল্পনিক অভিজ্ঞতা দিয়ে লিখেছিলেন অ্যাডভেঞ্চার আর টান টান উত্তেজনায় ভরপুর চাঁদের পাহাড় উপন্যাসটি।

বইটিতে একেবারে অজপাড়াগাঁয়ের ছেলে শঙ্করের কাহিনি শুনিয়েছেন লেখক। এফএ (এখনকার এইচএসসি) পাস করে ঘরেই বসে ছিল শঙ্কর। এর বেশি পড়ালেখা করার সামর্থ্য নেই। তবে প্রখর বুদ্ধিমান আর সাহসী ছিল সে। এক আত্মীয়ের কল্যাণে চাকরি পায় শঙ্কর। তবে সে চাকরি দেশে নয়, একেবারে গহিন জঙ্গলে ঢাকা সুদূর আফ্রিকায়। সেখানে নতুন রেললাইন বসানোর কাজ পায় সে। স্টেশনের পাশেই এক ঘরে একা একা রাত কাটাতে হয় তাকে। একদিন হঠাত্ অ্যালভারেজ নামের এক পর্তুগিজ ভদ্রলোক ভীষণ অসুস্থ অবস্থায় সেখানে উপস্থিত হয়ে শঙ্করের হাতে একটা ম্যাপ ধরিয়ে দেন। তাতে গহিন বনের ভেতর এক পাহাড়ের ঠিকানা আঁকা। সেখানে পৌঁছালেই পাওয়া যাবে হীরার খনি। শঙ্করের সেবা-শুশ্রূষায় অ্যালভারেজ সুস্থ হয়ে উঠলে তাঁর সঙ্গে হীরার খনির সন্ধানে অজানার উদ্দেশে বেরিয়ে পড়ে শঙ্কর। তারপর? শুরু হয় রোমাঞ্চকর এক অভিযান। পথে পথে মৃত্যুর হাতছানি। সেই সঙ্গে বিস্তীর্ণ মরুভূমিতে ক্ষুধা, তৃষ্ণা, ভয়। সবকিছু মিলে দারুণ এক কাহিনি।

মজার ব্যাপার হচ্ছে, যারা বিদেশি অ্যাডভেঞ্চার পড়ে অভ্যস্ত, তাদের কাছে বইটি অনুবাদ বা বিদেশি কাহিনি অবলম্বনে লেখা বলে মনে হতে পারে। পাঠকের এ রকম সন্দেহের কথা আঁচ করেই বিভূতিভূষণ লিখেছিলেন: ‘চাঁদের পাহাড় কোন ইংরেজি উপন্যাসের অনুবাদ নয়... আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক সংস্থান ও প্রাকৃতিক দৃশ্যের বর্ণনাকে প্রকৃত অবস্থার অনুযায়ী করবার জন্য আমি এইচ. এইচ. জনস্টন, রোসিটা ফরবস প্রভৃতি কয়েকজন বিখ্যাত ভ্রমণকারীর গ্রন্থের সাহায্য গ্রহণ করেছি।’ শিশু-কিশোরদের জন্য লেখা বিভূতিভূষণের এ বইটি ১৯৩৫ সালে সুধীরচন্দ্র সরকার সম্পাদিত মাসিক মৌচাক পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তারপর বই হিসেবে প্রথম প্রকাশিত হয় ১৯৩৭ সালে। কিন্তু এত দিন পরও চাঁদের পাহাড়-এর আবেদন কমেনি এতটুকুও।

বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে চাঁদের পাহাড়-এর একটি সংস্করণ প্রকাশিত হয়েছে বেশ আগে। ইচ্ছা করলে সেখান থেকে বইটি সংগ্রহ করতে পারো। বইটির কাহিনি নিয়ে সম্প্রতি একটি চলচ্চিত্রও তৈরি হয়েছে কলকাতায়। এ মাসের মাঝামাঝি সেটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। বইটি পড়ার পর ছবিটিও দেখে নিতে পারো।