চার বন্ধুর অ্যাডভেঞ্চার

স্কুলজীবনে বাড়ি থেকে পালিয়ে অ্যাডভেঞ্চার করতে কার না ইচ্ছে করে। আর তা যদি হয় বন্ধুরা মিলে, তাহলে তো আর কথাই নেই। ঠিক এমনই একটা সুযোগ এসেছিল চারম্যান বোর্ডিং স্কুলের একদল কিশোরের। সঙ্গে সঙ্গী হিসেবে জুটেছিল আদিবাসি এক মাওরি ছেলে, যে কিনা দক্ষ নাবিকও বটে। কিন্তু খেলার ছলে শুরু করা এই অ্যাডভেঞ্চার তাদের নিয়ে গিয়েছিল নাম না জানা এক দ্বীপে। ১৫ জন কিশোরের এক নতুন জীবন শুরু হলো। স্কুল, বাড়ির কাজ আর মা-বাবার শাসনহীন এই জীবন ভালো লাগলেও কিছুদিন পর বড় সব দায়িত্ব এসে পড়ে তাদের ঘাড়ে। বড়দের পাশাপাশি ছোটদেরও দায়িত্ব পালনের অভিজ্ঞতা হয়। রবিনসন ক্রুসো ও সুইস ফ্যামিলির মতো তারাও এই অজানা দ্বীপে নিজেদের মানিয়ে নেয়। কিন্তু হঠাৎ এ জীবনে আগমন ঘটে কুখ্যাত দস্যু দলের। কেমন করে এই কিশোরেরা মোকাবিলা করে প্রাণে বাঁচায় অজানা দুই সঙ্গীকে? তাদের সঙ্গে কী হয়েছিল? দুই বছরের অভিজ্ঞতা শেষে তারা কেমন করেই–বা দেশে ফিরল? এসব প্রশ্নের উত্তর যদি জানতে চাও, তাহলে পড়তে হবে জুল ভার্নের অ্যাড্রিফট ইন দ্য প্যাসিফিক বইটি। বই পড়া শেষে তুমিও বন্ধুদের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়তে পারো। কে জানে ট্রেজার আইল্যান্ডের মতো কোনো এক দ্বীপের সন্ধান তুমিই পেয়ে গেলে!

আরও পড়ুন