নতুন বইয়ের খবর

দ্য বার্ডস

ড্যাফনি দু মরিয়ে
অনুবাদ: ডিউক জন

ইংল্যান্ডের নানান প্রান্ত থেকে ঘণ্টায় ঘণ্টায় খবর আসছে—গ্রামে, শহরে, প্রত্যন্ত জেলাগুলোতে ঝাঁক বেঁধে হামলা চালাচ্ছে বিপুলসংখ্যক পাখি। পাখিদের হামলায় বিপর্যস্ত জনজীবন। মানুষও রেহাই পাচ্ছে না পাখিদের আক্রমণ থেকে।

কিন্তু কেন এই দুর্যোগ? জানতে চাইলে পড়তে হবে ড্যাফনি দু মরিয়ের বিখ্যাত ক্ল্যাসিক ‘দ্য বার্ডস’। বিশ্বব্যাপী জনপ্রিয় বইটি অনুবাদ করেছেন বাংলাদেশের জনপ্রিয় লেখক ডিউক জন। বইটি প্রকাশ করেছে পেপার ভয়েজার।

অল মাই রেজ

সাবা তাহির

৩৫টির বেশি ভাষায় অনুবাদিত সিরিজ ‘অ্যাম্বার অব দ্য অ্যাশেজ’। লেখিকা সাবা তাহির নিয়ে আসছেন শক্ত মনের কিশোর-কিশোরীদের জন্য তাঁর নতুন সমসাময়িক বই, ‘অল মাই রেজ’। বন্ধুত্ব, সম্পর্কের ভাঙা-গড়া এবং কঠিন সময়গুলো পাড়ি দেওয়ার পাঠ নিতে চাইলে পড়ার তালিকায় এটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি সংযোজন।

বিটার

আকওয়াইকে ইমেজি

১৭ বছর বয়সী বিটার মনে করে, ‘বড়রা ভাবে সব দায় তরুণদের, যেন তারাই নষ্ট করেছে সব। আর বড়রা হাত গুটিয়ে বসে বসে বাণী দেবে। তাই বিপ্লবে বিটারের কোনো আগ্রহই নেই।’

পাঠক, তুমি কি এই তরুণীর সঙ্গে একমত? মতের অমিল থাকতেই পারে, কিন্তু নাইজেরিয়ান লেখিকা আকওয়াইকে ইমেজির বই ‘বিটার’ না পড়লে মিস করবে অনেক কিছুই। কী আছে এই বইয়ে? তার চেয়ে বরং বলি কী নেই। আছে বন্ধুত্ব, জিজ্ঞাসু মনের গল্প আর রোমাঞ্চ! কিন্তু এর চেয়ে বেশি আর বলা যাবে না। বাকিটা জানতে হবে বই পড়েই এবং এখন থেকেই শুরু হোক অপেক্ষার পালা। আসছে নতুন বছরেই পাঠক হাতে পাবে বইটি।

লেখিকা আকওয়াইকে ইমেজির একটা তথ্য পাঠকের জন্য দিয়ে রাখি, তিনি ২০১৭ সালে ছোটগল্পের জন্য পেয়েছেন কমনওয়েলথ পুরস্কার।

ভাস্কো দা গামার বেহালা

হরিশংকর জলদাস

দিবাকর আর সন্দীপন। একজনের ষাট, অন্যজনের বারো। একজন জানাতে চায়, অন্যজন জানতে আগ্রহী।

জলদি গাঁয়ের মানুষজন, নদী-সাগর, নরেন মাস্টারমশাই, সুধাকর সান্যাল, নেপাল চক্কোত্তি, মোবারক মিয়া, গির্জা—এসবের কথা, তাদের কথা এই উপন্যাসে ঘুরেফিরে আসে।

উপস্থিত হয় রডরিকস নামের জলদস্যু। তার সুবাদে মিডোজ টেইলর। তাদের সঙ্গে ভাস্কো দা গামা এবং ৪০০ বছরের পুরোনো বেহালা।

হঠাৎ খুন হয়ে যায় মোবারক মিয়া। গ্রামের সহজ-সরল মানুষ মোবারক। তাকে খুন করল কে? এই খুনের সঙ্গে ভাস্কো দা গামার বেহালার সম্পর্ক কী? গির্জা থেকে বেহালাটি চুরি করল কে? নাটের গুরু কে—শুভংকর স্যানিয়েল না ধরণী দত্ত? নাকি মোবারক মিয়ার পরিবারের কেউ?

এই খুনের কিনারা করবেন কে? দিবাকর সান্যাল? পারবেন কি তিনি খুনের রহস্য উদ্‌ঘাটন করতে?

টানটান উত্তেজনা। উপন্যাসের শেষ অধ্যায়ে না পৌঁছা পর্যন্ত পাঠক উদ্গ্রীব থাকবেন।

জনপ্রিয় কথাসাহিত্যিক হরিশংকর জলদাস প্রথমবার রহস্য উপন্যাস লিখলেন কিশোর-কিশোরীদের জন্য। বইটি প্রকাশিত হয়েছে প্রথমা প্রকাশন থেকে।