নিঝুম দ্বীপ

স্থান: হাতিয়া, নোয়াখালী | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার

কেউ যদি সাগর আর হরিণ দেখতে চাও তবে তার জন্য সবচেয়ে আদর্শ জায়গা হলো মেঘনা নদীর শেষ মাথায় বঙ্গোপসাগরের কোলঘেঁষে গড়ে ওঠা নিঝুমদ্বীপ। এই দ্বীপে হাজার হাজার হরিণ রয়েছে, সবাই বিকেলবেলা যখন ঘাস আর পানি খেতে বন থেকে বের হয়ে সাগরপাড়ে আসে, তখন দেখলে মনে হয় যেন খয়েরি রঙের কার্পেট বিছিয়ে দিয়েছে কেউ। চিত্রা হরিণের মায়াবী চোখের কাছে খুব সহজেই বাঁধা পড়ে যাবে জীবনে কখনো হরিণ না দেখা শহুরে কৌতূহলী চোখগুলোও। এখানে রয়েছে ঘন জঙ্গল, আর এই জঙ্গলে হরিণ ছাড়া আর কোনো প্রাণী তেমন থাকেও না। কাজেই এটি একটি নিরাপদ বন। এখানে থাকার জন্য ভালো ব্যবস্থা আছে, কাজেই বাবা-মা, পরিবার নিয়ে আয়েশ করেই দু-চার দিন এখানে কাটিয়ে দেওয়া যেতেই পারে। নিঝুম দ্বীপের আরেকটি সুন্দর জায়গা হলো এর সমুদ্রসৈকত, সেখানে চাঁদের রুপালি আলো পড়লে ঝকঝকে হয়ে ওঠে বিস্তর সমুদ্রগত ঢেউগুলোও। নিঝুম দ্বীপ যেতে হলে ঢাকার সদরঘাট থেকে লঞ্চে করে হাতিয়া যেতে হবে, প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় একটি করে লঞ্চ হাতিয়ার উদ্দেশে ছেড়ে যায়, সেখান থেকে নেমে ট্রলারে করে নিঝুম দ্বীপে যাওয়া যায়। নিরাপত্তার জন্য সঙ্গে লাইফজ্যাকেট রাখা দরকার।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)