নুহাশ পল্লী

স্থান: হোতাপাড়া, গাজীপুর | ধরন: প্রাকৃতিক, ঐতিহাসিক গুরুত্ব

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের খুব যত্নে গড়া নুহাশ পল্লী। ঢাকার অদূরে প্রকৃতির একেবারে কাছাকাছি হুমায়ূন আহমেদ গড়ে তুলেছিলেন নিজের স্বপ্নের ঘর। এখানে তিনি পদ্ম দিঘি থেকে শুরু করে বানিয়েছিলেন লীলাবতী দিঘিও। সে দিঘির পাড় ঘেঁষে আপন হাতে বানিয়েছেন মসলার বাগান, সেখানে দারুচিনি-তেজপাতাসহ হরেক রকমের মসলাগাছ যেমন রয়েছে, তেমনি রয়েছে নানা ধরনের ঔষধি গাছ। চমকে দেওয়ার জন্য আছে সিমেন্টের তৈরি বিশাল বিশাল কুমির, ডাইনোসর আর গাছের ওপর বানানো বাড়ি। এমন অনিন্দ্যসুন্দর জায়গা আর দৃশ্য নিয়েই তৈরি হয়েছে নুহাশ পল্লী, যার এক কোনায় আজীবনের জন্য শুয়ে আছেন স্বয়ং হুমায়ূন আহমেদ, বাংলা সাহিত্যের কিংবদন্তি। এক দিনে ঘুরে বেড়ানোর জন্য এটিও একটি সুন্দর জায়গা। বন্ধুদের নিয়ে হুটহাট করেই ঢাকা থেকে গাজীপুরের বাসে উঠে বসা যায়, সেখান থেকে গাজীপুরের হোতাপাতায় নেমে শালবনের ভেতর নিয়ে রিকশা বা অটো নিয়ে চলে যাওয়া যায় হুমায়ূন স্মৃতিবিজড়িত নুহাশ পল্লীতে।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)