পত্রের বইপত্র

অনেক বই আছে, যা শুধু চিঠিরই গ্রন্থনা। কোনোটায় লিখেছেন যুদ্ধে যাওয়া সৈনিকেরা, কোনোটায় বাবা তাঁর মেয়ের কাছে, আবার কোনোটায় বস চিঠি লিখেছেন তাঁর সহকর্মীর কাছে, আবার কোনোটায় স্থান পেয়েছেন ভালোবাসার মানুষের কাছে লেখা চিঠিগুলো। চলো জেনে নিই এমন কিছু বইয়ের কথা।

একাত্তরের চিঠি

আমাদের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গন থেকে মুক্তিযোদ্ধারা যেসব লিখেছিলেন তাঁদের প্রিয়জনদের কাছে, তার মধ্য থেকে প্রায় ১০৫টি চিঠির সংকলন এই বই। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার

স্বাধীনতা অর্জনের পর ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু। তিনি চিঠি লিখেছিলেন তাঁর ১০ বছর বয়সী কন্যা ইন্দিরা গান্ধীকে, যেখানে সহজ ভাষায় লেখা হয়েছে মানব-ইতিহাসের পথচলা। এই চিঠিগুলোই সংকলিত হয়ে প্রকাশিত হয় ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ বইয়ে। প্রকাশ করেছে পেঙ্গুইন ইন্ডিয়া।

লাভ লেটার্স অব দ্য গ্রেট ওয়ার

প্রথম বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন দেশের যোদ্ধা চিঠি লিখেছিলেন তাঁদের প্রিয়জনদের কাছে আর সেই চিঠিগুলো থেকে বাছাই করা কিছু চিঠি নিয়ে প্রকাশ হয়েছিল এই বই। যোদ্ধাদের দুঃখ-কষ্ট-নির্যাতন ও ভালো লাগা-মন্দ লাগা, বিশ্বাস-অবিশ্বাস উঠে এসেছে এই বইয়ে, প্রকাশ করেছে ম্যাকমিলান ইউকে।

আ লাইফ ইন লেটার্স

মার্কিন লেখক এফ স্কট ফিটজেরাল্ডের কাছ থেকে অনেক চিঠি পেয়েছিলেন তাঁর প্রিয়জনেরা। তার মধ্য থেকে কিছু চিঠি নিয়ে প্রকাশিত হয়েছে এই বই। সম্পাদনা করেছেন ম্যাথিউ জে ব্রুকলি, প্রকাশ করেছে সাইমন অ্যান্ড শুস্টার। এফ স্কট ফিটজেরাল্ডের সঙ্গে বন্ধুত্ব ছিল আর্নেস্ট হেমিংওয়েসহ অনেক বিখ্যাত লেখকের। বইয়ে প্রকাশিত চিঠিগুলোর মধ্য দিয়ে খুঁজে পাওয়া যায় তাঁদের চিন্তা, সাহিত্য ভাবনাসহ নানা কিছু।

পত্র নিয়ে কিন্তু বইপত্রের অভাব নেই। কাজেই কোনো লেখকের কাছ থেকে পত্র পেলে তা যত্ন করে রেখে দিতে ভুলে যাবে না!