পোষা ভূত

হুমায়ুনের ক্লাসে অদ্ভুত স্বভাবের একটা ছেলে আছে। তার নাম মুনির। সে কারও সঙ্গেই কথা বলে না। পেছনের বেঞ্চে বসে সারাক্ষণ জানালার বাইরে তাকিয়ে থাকে। স্যারদের প্রশ্নের উত্তরও দেয় না। অবশ্য সে কারণে তাকে কম শাস্তিও পেতে হয়নি। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। মুনির চুপ করেই থাকে।

একদিন অঙ্ক স্যারের কাছে শাস্তি পেয়ে হুমায়ুন মন খারাপ করে আছে। সেদিন হুট করে মুনির হুমায়ুনের সঙ্গে কথা বলে। হুমায়ুনকে সে ভূত পোষার প্রস্তাব দেয়। এভাবেই ঘটতে থাকে একের পর এক মজার ঘটনা। হুমায়ুন কি ভূত পোষার প্রস্তাবে রাজি হয়েছিল? সেই ভূতটাই–বা কেমন? সব প্রশ্নের উত্তর পেতে আজই পড়ে ফেলো হুমায়ূন আহমেদের বোতল ভূত বইটি।

আরও পড়ুন