বই আর বুক

বাংলা ‘বই’ শব্দটা আরবি শব্দ ‘ওহি’ থেকে এসেছে। আরবিতে ওহি শব্দের অনেকগুলো মানের একটি হলো প্রত্যাদেশ বা স্রষ্টার পাঠানো বাণী। সে হিসেবে মুসলমানদের পবিত্র কোরআন শরিফ হলো প্রত্যাদেশের সংকলন। অনেকের ধারণা, বাংলাদেশে ওহি শব্দটা প্রথমে মানুষের মুখে মুখে ‘বোহি’ আর সেখান থেকে আস্তে আস্তে বাংলায় ‘বই’ হিসেবে রূপ নেয়। বেশ মজার, তাই না?

এ তো গেল বাংলা শব্দ ‘বই’য়ের কথা। আর বইয়ের ইংরেজি প্রতিশব্দ বুক। বুক শব্দটা এসেছে প্রাচীন ইংরেজি শব্দ boc থেকে। এ প্রাচীন শব্দটা এসেছে জার্মান শব্দ নড়শ থেকে। বক বলতে আসলে তারা বিচগাছকে বোঝাত। তাই অনেকে বলেন, ‘বিচ’ (beech) শব্দ থেকে ইংরেজি বুক (Book) শব্দের উৎপত্তি। ইউরোপের একটি গাছের নাম বিচ। প্রাচীনকালে ইউরোপের অনেক এলাকার মানুষ এ বিচগাছের কাঠের ওপর লেখার কাজ করত। তাই অনেক পণ্ডিত বলেন, বিচের ওপর লিখতে লিখতেই ‘বক’। তারপর এই বক থেকেই ‘বুক’ শব্দের উত্পত্তি।