বই পাব কই?

‘বই কিনে কেউ দেউলিয়া হয় না’ সৈয়দ মুজতবা আলীর এই বক্তব্য যে একদম অক্ষরে অক্ষরে সত্যি, তা আমাদের চারপাশটা দেখলেই বোঝা যায়। বই পড়েই তো গড়ে উঠেছে কিছু স্বপ্নাতুর মানুষ; যারা শুধু নিজেরাই স্বপ্ন দেখেননি, বরং সেই স্বপ্নকে ছড়িয়ে দিয়েছেন পুরো পৃথিবীর মাঝে। আর বই কিনতে অর্থকড়ি লাগে, এ কথা সত্যি; তা সত্ত্বেও খুব অল্প খরচে বা একদম বিনে পয়সায়ই কিন্তু পড়ে ফেলা যায় অনেক অনেক বই। বই পড়ার এই মহৎ অভ্যাস ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামে গড়ে উঠেছে বেশ কিছু চেইন বুকশপ আর লাইব্রেরি। কোনো কোনো বুকশপে বই কেনার পাশাপাশি চাইলে বসে পড়াও যায়। আবার কিছু জায়গায় সুযোগ রয়েছে খিদে পেলে হালকা কিছু খাবার খাওয়ার।

বিশ্বসাহিত্য কেন্দ্র

ভ্রাম্যমাণ লাইব্রেরি আন্দোলন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসারে বেশ কয়েক দশক ধরেই কাজ করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। ভ্রাম্যমাণ লাইব্রেরির মাধ্যমে দুয়ারে দুয়ারে বই পৌঁছে দেওয়া ছাড়াও এর কেন্দ্রীয় ভবনে গড়ে তোলা হয়েছে প্রায় দুই লাখ বইয়ের এক সুসজ্জিত সংগ্রহশালা, যেখানে চাইলে বসে বই, ম্যাগাজিন ও সংবাদপত্র পড়া যাবে। তবে বই ধার নিতে হলে পাঠাগারের সদস্য হতে হবে।

কেন্দ্রীয় পাঠাগারের সদস্য হওয়ার বিস্তারিত নিয়মাবলি: bskbd.org/central-library।

ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম সম্বন্ধে যাবতীয় তথ্য: bskbd.org/mobile-library।

পাঠক সমাবেশ কেন্দ্র

রাজধানীর শাহবাগে প্রতিষ্ঠিত পাঠক সমাবেশ কেন্দ্রের সংগ্রহে আছে দেশি-বিদেশি বিভিন্ন প্রকাশনীর প্রায় ১ লাখ ২০ হাজার বই, যার মধ্যে ৩৬ হাজারই শিশু-কিশোরদের জন্য। আর এখানে বই কেনা ও পড়া দুটোরই সুযোগ রয়েছে। পাঠকেরা চাইলে অনলাইনেও বই কিনতে পারবেন পাঠক সমাবেশের ওয়েবসাইট থেকে।

পাঠক সমাবেশের ওয়েবসাইট: pathakshamabesh.net

ফেসবুকেও পাবে নিয়মিত আপডেট: fb.com/PathakBD

বাতিঘর

বাতিঘর গ্রন্থবিপণি হলেও এখানে সুযোগ আছে মনোরম পরিবেশে নিজের মতো করে খুঁজে, বাছাই করে বই কেনার। ২০০৫ সালে চট্টগ্রামে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি সম্প্রতি ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনে তাদের কার্যক্রম শুরু করেছে। বাতিঘরের দুটি শাখাতেই নান্দনিক স্থাপত্যশৈলীর মাঝে রয়েছে শতাধিক বিষয়ের ওপর লক্ষাধিক বইয়ের সংগ্রহ। এ ছাড়া বইপ্রেমীদের স্বাগত জানাতে এখানে হালকা খাবারের আয়োজন নিয়ে ছোট্ট একটি ক্যাফেও রয়েছে।

বাতিঘরের ফেসবুক পেজ: fb.com/BaatigharDHKfb.com/BaatigharCTG