বই পড়ি, ছবি আঁকি

করোনার ভয়ে বাইরে যাওয়া যাচ্ছে না। বাসায় বসে বিরক্ত হচ্ছি। কিন্তু বাসায় বসে আমি সঙ্গী হিসেবে বেছে নিয়েছি গল্পের বই আর ছবি আঁকাকে। আমার ‘কিআ’ মার্চ সংখ্যাটি গত ১৭ তারিখের মধ্যে পড়া শেষ। তারপর আমি পড়া শুরু করেছি আমিরুল ইসলামের বৃষ্টি নিয়ে বিশটি গল্প বইটি। বইটি খুবই সুন্দর। কারণ, আমি বৃষ্টি খুব পছন্দ করি।

আমি ছবি আঁকতে পছন্দ করি। গ্রামাঞ্চলের বিস্তৃত সবুজ মাঠ, কৃষকের কৃষিকাজ ও নদীর পাড়ের মানুষের জীবনযাত্রা আমার খুবই পছন্দ। কিআতে পাঠানোর জন্য এ রকম একটি ছবিও এঁকেছি।

সবাইকে করোনাভাইরাস থেকে রক্ষার জন্য বিশেষজ্ঞ ও সরকারের নির্দেশনা যথার্থভাবে মেনে চলার জন্য বিনীত অনুরোধ করছি।

লেখক: শিক্ষার্থী, সিদ্ধেশ্বরী উচ্চবালিকা বিদ্যালয়