বইমেলার আরও নতুন বই

চলছে বইমেলা ২০২২। মার্চের ১৭ তারিখ পর্যন্ত চলবে এবারের মেলা। প্রতিবছরের মতো এবারও তোমাদের প্রিয় লেখকদের অসংখ্য বই প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু নতুন বইয়ের নাম প্রকাশিত হয়েছে কিশোর আলোর অনলাইনে। বইমেলার আরও কিছু নতুন বইয়ের গল্প বলব আজ।

একগুচ্ছ নন-ফিকশন

গল্প-উপন্যাসের ছড়াছড়ি বইমেলায়। তবে আছে অনেক নন-ফিকশন বইও। প্রকাশিত হয়েছে গণিত ও বিজ্ঞানের বেশ কয়েকটি বই। বিজ্ঞানচিন্তা সম্পাদক আব্দুল কাইয়ুম তোমাদের জন্য লিখেছেন আরও গণিত আরও স্মার্ট বইটি। গণিতের এই বইটি কেন পড়বে? আরও গণিত মানে আরও স্মার্ট, আরও বুদ্ধিদীপ্ত হওয়া। ফলে যেকোনো কঠিন সমস্যার সহজ সমাধানে নিজেকে প্রস্তুত রাখা যাবে। মস্তিষ্ক আরও শাণিত হবে। এ বইটি সে জন্যই সবার পড়া দরকার।

বিজ্ঞানের বইয়ের খবর বলি এবার। আমেরিকান পদার্থবিজ্ঞানী মিচিও কাকুর লেখা দ্য গড ইকুয়েশন বইটি বাংলায় ভাষান্তর করেছেন কিশোর আলোর নিয়মিত লেখক আবুল বাসার। প্রকাশিত হয়েছে এ বছর বইমেলায়। থিওরি অব এভরিথিং খোঁজার আখ্যান এ বই। বহু কাঙ্ক্ষিত সেই তত্ত্বের স্বরূপ উদ্‌ঘাটন করেছেন জনপ্রিয় এই বিজ্ঞানী।

পদার্থবিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ আবিষ্কার বোস-আইনস্টাইন পরিসংখ্যান। এ আবিষ্কারকে ঘিরে লেখা হয়েছে বোস-আইনস্টাইন কনডেনসেট বইটি। লিখেছেন কিশোর আলোর নিয়মিত লেখক আবদুল গাফফার। সত্যেন্দ্রনাথ বসুর হাত ধরে কোয়ান্টাম তত্ত্বের বড় একটি ত্রুটির সমাধান হয়। সত্যেন বসুর সে সমাধান, বোস-আইনস্টাইন পরিসংখ্যান ও কনডেনসেটের তাত্ত্বিক আলোচনা ও ব্যাখ্যা-বিশ্লেষণই এ বইয়ের মূল বিষয়।

গণিত ও বিজ্ঞান নিয়ে এই তিন বই প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। বইমেলায় প্রথমার প্যাভিলিয়ন নম্বর ৩৬।

বিজ্ঞান কল্পগল্প

মুহম্মদ জাফর ইকবালের সায়েন্স ফিকশনের ভক্তদের জন্য আছে সুখবর। বইমেলায় এসেছে মুহম্মদ জাফর ইকবালের নতুন সায়েন্স ফিকশন উপন্যাস আমি পরামানব। এই বইয়ের গল্পটা এক শ বছর পরের পৃথিবীর। পাল্টে গেছে সবকিছু। কৃত্রিম বুদ্ধিমত্তা পেরিয়ে চলছে প্রতিবুদ্ধিমত্তার যুগ। তবে এ পরিবর্তন মানুষ বা পৃথিবীর জন্য খুব একটা সুখকর নয়। প্রকৃতির নিয়ম ভেঙে নতুন প্রজাতির মানুষ তৈরি চেষ্টা করল কিছু মানুষ। তবে প্রকৃতি প্রতিশোধ নিল পরামানব জন্ম দিয়ে।

গোবেচারা ধরনের নীল একদিন জানতে পারল সে কোনো সাধারণ মানব নয়। সে পরামানব। সাধারণ জীবনযাপন থেকে বেরিয়ে সে টের পেল পৃথিবীর নোংরা বাস্তবতা। বুঝতে পারল এ পৃথিবী বা মানুষেরা কোনোটিই ভালো নেই। তারপরের গল্পটা নির্মম কিংবা প্রশান্তির। প্রকৃতির প্রতিশোধ বড় অদ্ভুত।

মানব কিংবা ‘পরামানব’দের দুনিয়ার বই আমি পরমানব প্রকাশ করেছে সময় প্রকাশন।

৪৫ বছর আগে পুরান ঢাকার বিউটি বোর্ডিংয়ে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের জট খুলতে শুরু করেন পুলিশ কমিশনার আহসান কবির। হত্যাকাণ্ডের সুষ্ঠু বৈজ্ঞানিক যুক্তিযুক্ত ব্যাখ্যা তুলে ধরতে তাঁকে অদ্ভুত এক গল্প ধরিয়ে দেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার রুমানা আতিক। বিউটি বোর্ডিং রহস্য কি পুরোটা উন্মোচিত হবে পাঠকের সামনে?

তানজিনা হোসেনের লেখা ভিন্ন স্বাদের দুটি বিজ্ঞান কল্পগল্পের বই বিউটি বোর্ডিং-রহস্য। বইটির অন্য গল্পটিও বেশ রহস্য ও বৈজ্ঞানিক ব্যাখ্যায় ভরপুর। চৈতন্য থেকে প্রকাশিত হয়েছে বইটি।

কং পাহাড়ে শয়তান

সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মাকে হারানোর পর ঢাকায় ক্লাস নাইনে ভর্তি হয় যমজ ভাই রবি-সোম। ছুটিতে বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল। বাবা বিয়ে করছে শুনে প্রচণ্ড অভিমানে ওরা চেপে বসে বনগিরির বাসে। এই প্রথম অচেনার দিকে বেরিয়ে পড়া। স্রেফ ঘুরতে যাওয়া নয়, একে বরং বাস্তবতা থেকে পালিয়ে বাঁচার এক যাত্রাই বলা চলে। পার্বত্য জনপদে পথ দেখায় গাইড মজনু। কথা হয় বিলু ও ভিনদেশি রজারের সঙ্গে। বন্ধু হয় পাহাড়ি ছেলে প্রদীপ-নিউটন ও চটপটে কুকুর ভুলু। তবে ভয় ধরে যায় মেঘলা চিতার খবরে। আকরাম নামের লোকটা শুনিয়ে যায় একই কথা, ‘পাহাড়ে শয়তানের আনাগোনা শুরু হইছে। সাবধান!’ তারপরও ওদের শেষ গন্তব্য কং পাহাড়। রোমাঞ্চঘেরা কং পাহাড় কোথায়? সেখানে কীভাবে শয়তানের খপ্পরে পড়ল বাংলাদেশের এক ‘সম্রাট’? ভেনেজুয়েলা ও মালাবির দুই ‘সম্রাট’ই-বা এতে জড়াল কেন? উত্তর আছে কং পাহাড়ে শয়তান উপন্যাসে!

কিশোর আলোর নিয়মিত লেখক ও আঁকিয়ে মাহফুজ রহমানের লেখা কং পাহাড়ে শয়তান প্রকাশিত হয়েছে এ বছর বইমেলায়। প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।

ছড়ার থলি

কিআ পাঠকদের কাছে শেখ সালাহ্উদ্দীন নামটা নিশ্চয়ই পরিচিত লাগছে। কিআর পাতায় নিয়মিত দেখা যায় তাঁর লেখা মজার মজার ছড়া। বইমেলায় প্রকাশিত হয়েছে শেখ সালাহ্উদ্দীনের নতুন দুটি ছড়ার বই। বর্ণমালা বক্ষে রাখাভূতের মায়া নামের বই দুটি প্রকাশ করেছে যথাক্রমে আলোঘর প্রকাশনা ও ছায়াবীথি। দেরি না করে ডুব দাও ছড়ার রাজ্যে!

কিশোর আলোর আরও কয়েকজন নিয়মিত লেখক নতুন বই লিখেছেন তোমাদের জন্য। দেখে নাও তেমন কিছু বই।