বইমেলার নতুন বই

চলছে অমর একুশে বইমেলা। বইমেলায় প্রকাশিত হচ্ছে তোমাদের জন্য নতুন নতুন বই। কোন বই ছেড়ে কোন বই কিনবে, কোন লেখকের বই কিনবে, কোন প্রকাশনীতে যাবে, সেই হিসাব মেলাতে নিশ্চয়ই তোমার ঘাম ছুটে যাচ্ছে। তোমার কাজটা একটু সহজ করে দিই। চলো বইমেলায় ডুব দেওয়ার আগে জেনে নিই বইমেলায় তোমাদের জন্য প্রকাশিত কয়েকটি বইয়ের খুঁটিনাটি।

ছোটকাকু সিরিজের নতুন বই!

শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের জনপ্রিয় সিরিজ ‘ছোটকাকু’র নতুন বই সৈয়দপুরের সৈয়দ সাহেব পাওয়া যাচ্ছে বইমেলায়। অ্যাডভেঞ্চার আর রহস্য নিয়ে ছোটকাকু এবার সৈয়দপুরে। অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত বইটির মুদ্রিত মূল্য ১৫০ টাকা। বইমেলায় ছোটকাকুসহ সব বই পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়ে। একই প্রকাশনীতে পাওয়া যাবে লেখকের আরও একটি নতুন বই প্রিয়জনের প্রিয়স্মৃতি

চারটি কিশোর উপন্যাস, তিনটি স্মৃতিগদ্যসহ ফরিদুর রেজা সাগরের কিশোরসমগ্র ১৪ প্রকাশিত হয়েছে সময় প্রকাশন থেকে। একই প্রকাশনীতে পাওয়া যাবে লেখকের আগে প্রকাশিত সব কিশোরসমগ্র।

তুমি কি ফার্স্ট হতে চাও?

তুমি কি ফার্স্ট হতে চাও? ক্লাসে? পরীক্ষায়? দৌড়ে? খাবার লাইনে? কথাসাহিত্যিক আনিসুল হকের তুমি কি ফার্স্ট হতে চাও বইটিতে জানা যাবে ফার্স্ট হওয়ার উপায়। এই বইয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের নিয়ে আলোচনা করা হয়েছে। তেমনি এতে আছে বিল গেটসের কথা। পরীক্ষায় ভালো করার পরামর্শ আছে এতে। আছে জীবনে সফল হওয়ার সূত্র নিয়ে আলোচনা। এ বইয়ে বলা হয়েছে, প্রতিটি জীবনই সফল। আসল কথা হলো ভালো মানুষ হওয়া। সময় প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে এ বছরের অমর একুশে বইমেলায়।

পাকিস্তানি সৈন্যদের দখলে থাকা একটা রেলস্টেশন শত্রুমুক্ত করতে তিন কিশোরকে এক ভয়াবহ অভিযানে যেতে হচ্ছে। শ্বাসরুদ্ধকর সেই অভিযানে কী ঘটে শেষ পর্যন্ত? আনিসুল হকের নতুন কিশোর উপন্যাস তিন কিশোরের দুঃসাহসিক অভিযান বইটিতে জানা যাবে পুরো গল্প। টানটান উত্তেজনাময় উপন্যাসটি পাওয়া যাবে বইমেলার প্রথমা প্রকাশনের স্টলে। একই স্টল থেকে সংগ্রহ করতে পারো লেখকের গুড্ডুবুড়া সিরিজের নতুন বই ব্যাংক ডাকাত আর গুড্ডুবুড়া

আনিসুল হকের আরও একটি বইয়ের খবর দিই তোমাদের। তাঁর লেখা কিশোর অভিযানের কাহিনিগুলো দুই মলাটে একসঙ্গে পাওয়া যাবে অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর অভিযান সমগ্র বইটিতে। লেখকের সাতটি কিশোর উপন্যাস আছে বইটিতে।

বইমেলায় পল্টু-বিল্টু

জনপ্রিয় কার্টুনিস্ট আহসান হাবীবের পল্টু-বিল্টুর কমিকসের সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। কিশোর আলোর পাতায় নিয়মিত দেখা যায় পল্টু-বিল্টুকে। এ বছর বইমেলায় প্রসিদ্ধ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে পল্টু-বিল্টুর নতুন কমিকস পল্টু-বিল্টুর অ্যাডভেঞ্চার

থ্রিলার বইয়ের খবর জানা যাক এবার। আহসান হাবীবের তিনটি থ্রিলার উপন্যাস এক মলাটে প্রকাশ করেছে অনুপম প্রকাশনী। বইটির নাম MISSION সোয়াচ অব নো গ্রাউন্ড। বইটির ফ্ল্যাপে লেখক লিখেছেন, মিশন: সোয়াচ অব নো গ্রাউন্ড, সমুদ্রের ডাক এবং মরীচিকা তিনটাই মোটামুটি থ্রিলার টাইপের উপন্যাস। মজার ব্যাপার হচ্ছে ঘটনাচক্রে তিনটাই প্রায় সমুদ্রকেন্দ্রিক কাহিনি। তবে ‘সমুদ্রের ডাক’ অবশ্য শুধু নামেই সমুদ্র। তারপরও বলা যায় সমুদ্রকেন্দ্রিক। তিনটি সম্পূর্ণ ভিন্ন ধারার থ্রিলার বলা যায়, কোনো কোনোটায় সাইফাই বা ফিউশনের কিছু ভাব হয়তো থাকতে পারে।

পিপীলিকা অ্যাম্বুলেন্স সার্ভিস

গল্প-উপন্যাস-কমিকসের পর ছড়ার বইয়ের খবরটাও তোমাদের জানানো দরকার। ছড়াকার রোমেন রায়হানের ছড়া নিয়মিত প্রকাশিত হয় কিশোর আলোর পাতায়। বইমেলায় প্রকাশিত হয়েছে এই লেখকের কয়েকটি ছড়ার বই। আনন প্রকাশন থেকে প্রকাশ পেয়েছে লেখকের ছড়ার বই পিপীলিকা অ্যাম্বুলেন্স সার্ভিস। নাম শুনেই বুঝতে পারছ, কত অদ্ভুত আর মজার হয়েছে বইটির ছড়াগুলো।

এ ছাড়া এ বছর রোমেন রায়হানের প্রথম ছড়াসমগ্র প্রকাশিত হয়েছে বইমেলায়। ছড়াসমগ্র ১ বইটি প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি। লেখকের আরও একটি বই প্রকাশ পেয়েছে বইমেলায়। এই ছড়ার বইটির নামটাও বেশ মজার। যত বড় মুখ নয় তত বড় ছড়া বইটি পাওয়া যাবে বইমেলায় আদর্শ প্রকাশনীর স্টলে।