বইয়ের দুনিয়ায় ডুব

অলংকরণ: আরাফাত করিম

চারদিকে করোনাভাইরাসের ভয়। আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। প্রয়োজন ব্যতীত বাইরে বেরোনো নিষেধ। জনজীবন হঠাৎ থমকে দাঁড়িয়েছে। মানুষ নিজ ঘরে বন্দী হয়ে আছে। সবার মতো আমিও ঘরে বসেই দিন কাটাচ্ছি। নিয়মিত হাত ধোয়া ও মুখে হাত না দেওয়ার অভ্যাস করছি। মুখে হাত না লাগিয়ে থাকাটা বেশ অস্বস্তিকর! অবসর সময় বই পড়ে কাটাচ্ছি। বাসায় অনেকগুলো বই পড়ে ছিল। পড়ব পড়ব করে পড়া হচ্ছিল না। এখন হাতে অফুরন্ত সময়। করোনার আতঙ্ক ভুলে বইয়ের দুনিয়ায় ডুবে যাই আমি। ইউটিউব থেকে প্রোগ্রামিং শিখছি। সারাক্ষণ বাসায় থাকতে ভালো লাগে না বলে ছাদে গিয়ে সময় পার করি। দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে মুক্ত হয়ে শখের কাজ করে সময় পার করা তেমন মন্দ নয়।

লেখা: অষ্টম শ্রেণি, ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল, ঢাকা।