বন্দিজীবনের অভিজ্ঞতা

ঘুম থেকে উঠি ৯-১০টায়, স্কুলটা যে ছুটি, সকালে উঠলে মনে পড়ে সেই সাতসকালের পিটি। গল্পের বই পড়ার এখন পাচ্ছি প্রচুর সময়, পাঠ্যবই করোনার ভয়ে শেলফে বসে ঘুমায়। রুবিকস কিউব মিলিয়েও সময় ভালোই কাটছে, প্রতিদিনের গানের রেয়াজ নিয়মমতোই চলছে। এ সময় মুভি দেখতে ভুলছি না আমি। একটা করে মুভি দেখছি প্রতিদিনই। ছুটি বলে কি বন্ধুদের সঙ্গে হবে না এখন কথা? শুধু কথাই নয়, ভিডিও কলে হয়ে যাচ্ছে দেখা।

স্কুলটা না হয় বন্ধ থাকুক, বন্ধ বিকেলের খেলা! খেলা ছাড়া অনেক কষ্টে কাটছে বিকেলবেলা। ঘুমটা হচ্ছে অনেক রাতে, ভোরে ওঠার নেই তাড়া, ‘গল্পের বই, মুভি, মোবাইল’, পাঠ্যবই কমই পড়া। অনেক গুজব শুনছি এখন করোনাকে নিয়ে—হলুদ, জিরা, চা খেলে নাকি করোনা যাবে পালিয়ে! বিশ্ববাসীকে ঘরের মধ্যে বন্দী করল করোনা, তাই এখন বাইরে যাওয়ার চিন্তা ভুলেও কোরো না।

লেখক: দশম, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, সিলেট