বাড়ি থেকে পালিয়ে

কলকাতা! কলকাতা শহরটির নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিস্তৃত অজানা এক শহর, অজানা মানুষ, পুরোনো পরিবেশ। এই অজানা রহস্যকে নিজ চোখে উন্মোচন করতেই ১৩ বছরের কাঞ্চন বাড়ি থেকে পালিয়ে চলে যায় কলকাতায়। তা–ও আবার সম্পূর্ণ একা। কলকাতায় পা রাখার পরই কাঞ্চনকে সম্মুখীন হতে হয় নানা বাধা-বিপত্তির, নানা রহস্যময় সব ঘটনার। শেষ পর্যন্ত কাঞ্চন কি পারবে এই শহরে টিকে থাকতে? সে কি পারবে আবার তার নিজ শহরে ফিরে আসতে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পড়তে পারো শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে বইটি।

লেখক: শিক্ষার্থী, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়