বিভ্রম

অলংকরণ : নাইমুর রহমান
অলংকরণ : নাইমুর রহমান

মাঝেমাঝে কেমন বিভ্রম জাগে!

এখন সকাল? দুপুর? নাকি রাত? সবই তো এক রকম মনে হয়। বিকালবেলা দাঁত ব্রাশ করতে যাই। মধ্যরাতে স্নানের আয়োজন করি। সেই ছেলেবেলায় পড়া ‘Time and tide wait for none’ প্রবাদ তবে মিথ্যা হয়ে গেল মাত্র তিন মাসেই!

ঘড়ির কাঁটার টিক টিক শব্দ কানে আসে। বিভ্রম কেটে যায়। পৃথিবী প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। দূরত্বকে তোয়াক্কা না করে দিব্যি অনলাইনে ক্লাস হয়। মাঝেমধ্যে অনলাইনেই বসে বন্ধুদের আড্ডার আসর। অনেক দূরে থাকা প্রিয় মুখগুলো ভেসে ওঠে মোবাইলের স্ক্রিনে। ছোট্ট একটি যন্ত্রের মধ্য দিয়ে সব রকম বার্তাই পৌঁছে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। কিন্তু এই যন্ত্রটি দিয়ে বন্ধুর টিফিন কেড়ে খাওয়া যায় না। স্কুল শেষে বৃষ্টিতে ভেজা যায় না সবাই মিলে। পাওয়া যায় না এক ছাতার নিচে অনেক বন্ধু মিলে হাঁটার অনাবিল আনন্দ।

সুদিন আসুক। ভবিষ্যতে একসঙ্গে বাঁচার জন্য এখন দূরে থাকা ভীষণ জরুরি।

লেখক : শিক্ষার্থী, নবম শ্রেণি, ঝিনাইদহ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঝিনাইদহ