বিরিশিরি

স্থান: সুসং দুর্গাপুর, নেত্রকোনা | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার

বিরিশিরির অবস্থান নেত্রকোনা জেলায়। সবাই বিরিশিরি যায় মূলত চুনাপাথরের লেক এবং গোলাপি পাহাড় দেখার জন্য। এই জায়গাটার নাম সুসং দুর্গাপুর। পাহাড় থেকে নেমে আসা কাচের মতো পরিষ্কার সুন্দর পানির সোমেশ্বরী নদী পার হয়ে, ধানখেত মাড়িয়ে, ধুলোর ঢিবি পেরিয়ে, তপ্ত রোদ গায়ে মেখে যেতে হয় এই লেকে। লেকের পানি টলটলে আকাশিরঙা। এই পানিতে কোনো মাছ বা অন্য কোনো জৈব প্রাণী নেই, এর দেয়াল ঘেঁষে উঠে গেছে গোলাপি পাহাড়, গোলাপি রঙের এই পাহাড়টি লেকের পানিকে আরও মনোহর করে তুলেছে এখানে। বিরিশিরিতে রয়েছে মুক্তিযুদ্ধ চলাকালীন নির্মিত একটি ট্রেনিং ফিল্ড আর রয়েছে ভারতের সীমানা। এখানে কিছু টিলা রয়েছে, যেখানে অনেক পাহাড়ি আদিবাসী মানুষ বসবাস করে। সব মিলিয়ে বিরিশিরি শীতকালে ঘোরাঘুরির জন্য খুবই ভালো একটি স্থান। ঢাকার মহাখালী বাসস্ট্যান্ড থেকে সরাসরি বিরিশিরির বাস আছে, তবে সময় লাগে অনেকক্ষণ। পরিবারের সবাই মিলে গেলে দুই দিনেই বিরিশিরির চুনাপাথরের লেক ঘুরে ফিরে আসা যায়। রোদ থেকে বাঁচার জন্য কিছু একটা ব্যবস্থা নিয়ে গেলে ভালো হয়।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)