বয়স হলে মানুষের চুল কেন পেকে যায়?

চুল পাকা মানে সাদা হয়ে যাওয়া। চুলের গোড়ায় চামড়ার নিচে ‘হেয়ার ফলিকুল’ নামে বিশেষ ধরনের তন্তু থাকে। প্রতিটি ফলিকুলের মধ্যে থাকে রঞ্জনকোষ। এরা মেলানিন নামে একধরনের রাসায়নিক পদার্থ বের করে। মেলানিনের কারণে চুলের রং কালো, সোনালি, খয়েরি বা এদের মাঝামাঝি কোনো রং হয়। আমাদের দেশে মানুষের চুলের রং সাধারণত কালো। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলিকুলগুলো নিষ্ক্রিয় হতে থাকে। সেই সঙ্গে কমে রঞ্জনকোষ। ফলে মেলানিনও কম বের হয়। এ সময় প্রয়োজনীয় রাসায়নিকের অভাবে কালো চুলগুলো ধীরে ধীরে সাদা হয়ে যায়। অনেকের কম বয়সেই চুল পাকে। কার কখন চুল পাকবে তা অনেকাংশে নির্ভর করে তার জিনগত বৈশিষ্ট্যের ওপর। বলা যায় আমাদের বাবা-মা বা দাদা-দাদি-নানা-নানির চুল যে বয়সে পাকা শুরু করেছিল, আমাদের চুলও প্রায় সেই বয়সেই পাকতে শুরু করবে। কিছু চুল পাকার পর সব চুল পাকতে প্রায় বছর দশেক সময় লাগে।