মহাশূন্যে হারিকেন

পৃথিবীতে হারিকেন ঝড় হরহামেশাই দেখা যায়। কিন্তু এই প্রথম পৃথিবীর উত্তর মেরুর ওপরে মহাশূন্যে হারিকেন ঝড় শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। স্যাটেলাইট রেকর্ড থেকে জানা যায়, প্লাজমা-ঘূর্ণির এই প্রচণ্ড প্রবাহ বেশ কয়েক ঘণ্টা ধরে সচল ছিল। ২০১৪ সালের ২০ আগস্ট এই ঝড় প্রথম শনাক্ত করা হয়। এ গবেষণায় নেতৃত্ব দেয় চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়। সেখানকার বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বুঝতে পেরেছেন, মহাশূন্যে এ রকম হারিকেন ঝড় দেখা যেতেই পারে। যেহেতু মহাবিশ্বজুড়েই প্লাজমা এবং চৌম্বকক্ষেত্র রয়েছে, বিজ্ঞানীরা তাই ধারণা করছেন, এ ধরনের হারিকেন মহাবিশ্বের সব জায়গাতেই হতে পারে। তবে ২০১৪ সালের আগে তা কেউ ধরতে পারেনি। ঝড়টি পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরে প্রায় ১০০০ কিলোমিটারের মতো ছড়িয়ে পড়ে। এর উচ্চতা ছিল ১১০ থেকে ৮৬০ কিলোমিটার। ঝড়টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে সেকেন্ডে ২,১০০ মিটার বেগে ঘুরতে ঘুরতে নিজের অস্তিত্বের কথা জানান দেয়। পৃথিবীর বাইরে বৃহস্পতি, শনি গ্রহে এ ধরনের হারিকেন খুবই স্বাভাবিক ঘটনা।

সূত্র: সায়েন্স অ্যালার্ট ডটকম