রহস্যময় সামুদ্রিক প্রাণী

সম্প্রতি এমন একধরনের সামুদ্রিক প্রাণীর হদিস পাওয়া গেছে, যা কিছুটা রহস্যের সৃষ্টি করেছে। রহস্যময় প্রাণীগুলো ৫০ বছর ধরে অ্যান্টার্কটিকায় বরফের নিচে চাপা পড়ে ছিল। কিছুদিন আগে উত্তর অ্যান্টার্কটিকার বড় একটি বরফে ফাটল ধরে একটি টুকরা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়া বরফখণ্ডের নাম এ-৭৪। সেখানেই পাওয়া গেছে প্রাণীগুলো। এর মধ্যে রয়েছে মোলাস্ক, ফিল্টার ফিডার, সি স্টার, সি কিউকামবার। এ ছাড়া সেখানে ৫টি নতুন প্রজাতির মাছ ও ২টি নতুন প্রজাতির স্কুইডও পাওয়া গেছে। অ্যান্টার্কটিকায় জার্মানির গবেষণা জাহাজ পোলারস্টার্ন দেখেছে, ওই প্রজাতির জলজ প্রাণীগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার নিচে রয়েছে। এর আগে কখনো অ্যান্টার্কটিকার আশপাশের সমুদ্রে এতটা গভীরতা পর্যন্ত দেখা সম্ভব হয়নি বিজ্ঞানীদের পক্ষে। প্রাণীগুলোকে রহস্যময় বলার কারণ, সেখানে এমন কয়েকটি প্রাণী পাওয়া গেছে, যেগুলো সূর্যালোক ছাড়া বিপাকক্রিয়া করতে পারে না। তাহলে টানা ৫০ বছর ধরে বরফখণ্ডের ৩০ কিলোমিটার নিচে চাপা পড়েও প্রাণীগুলো কীভাবে বেঁচে ছিল? এর উত্তর এখনো জানা যায়নি।

সূত্র: লাইভ সায়েন্স ডটকম