শেষযাত্রা

অলংকরণ: সব্যসাচী চাকমা

মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস আগাথা ক্রিস্টির লেখা কালজয়ী গোয়েন্দা উপন্যাস। শার্লক হোমস আর এরকুল পোয়ারোর মধ্যে কে শ্রেষ্ঠ গোয়েন্দা, এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কিন্তু এই বই পড়ার পর তোমরা বুঝতে পারবে, এরকুল পোয়ারোকে কেন ইতিহাসের অন্যতম সেরা গোয়েন্দা বলা হয়।

উপন্যাসের শুরুতে অরিয়েন্ট এক্সপ্রেস নামের একটি বিশাল ট্রেন তিন দিনের জন্য যাত্রা শুরু করে। যাত্রার দ্বিতীয় দিনে ইস্তাম্বুল ক্যালে কোচের যাত্রী স্যামুয়েল এডওয়ার্ড র‌্যাচেট তার কেবিনে ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন। ট্রেন ম্যানেজার বুচের অনুরোধে তদন্তে নামেন পোয়ারো। প্রচণ্ড তুষারপাতে যুগোস্লাভিয়ায় ট্রেন আটকা পড়ে। তদন্তের শুরু থেকেই সামনে আসতে থাকে জট পাকানো নানা সূত্র। ধীরে ধীরে বেরিয়ে আসে নির্মম সত্য। বেরিয়ে আসে মৃত র‌্যাচেটের প্রকৃত পরিচয়। বেরিয়ে আসে তার খুন হওয়ার পেছনের মর্মান্তিক কাহিনি। কিন্তু কে বা কারা খুন করেছিল র‌্যাচেটকে? খুনি কি একজন, নাকি কয়েকজন মিলে খুন করেছিল র‌্যাচেটকে?

জানতে হলে এখনই পড়ে ফেলো জমজমাট রহস্যে ভরপুর উপন্যাসটি। দারুণ রোমাঞ্চকর বইটি পড়তে পড়তে কখন যে তুমিও এই রহস্যের জালে জড়িয়ে যাবে, টেরও পাবে না!

লেখক: অষ্টম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা