সামাজিকতা বাড়াতে হবে

সমস্যাটা আমার ছোট ভাইকে নিয়ে। ওর বয়স ১০ বছর। সে সারা দিন ঘরে বসে টিভি দেখে। লেখাপড়ায়ও তার কোনো মন নেই। আগে অনেক চুপচাপ ও শান্তশিষ্ট ছিল সে। কিন্তু দিন দিন উগ্র হয়ে উঠছে তার আচরণ। বাইরে খেলাধুলার যথাযথ পরিবেশ থাকলেও বের হয় না সে। যথেষ্ট মেধাবী হলেও সে তার মেধা কাজে লাগাচ্ছে না। এর মূল কারণ, অতিরিক্ত টিভি দেখা। এই সমস্যা থেকে তাকে বের করে আনার জন্য কী করতে পারি?

নাম প্রকাশে অনিচ্ছুক

পরামর্শ: তোমার ছোট ভাইয়ের সমস্যা হচ্ছে অতিরিক্ত টেলিভিশন দেখার কারণে তার সামাজিক দক্ষতা তৈরি হতে পারছে না। ফলে তার মধ্যে একধরনের অভ্যন্তরীণ একাকিত্ব ও হতাশা তৈরি হচ্ছে। সেই কারণে তার আচরণ উগ্র হয়ে উঠছে। কমে যাচ্ছে পড়ালেখার মানও। এ অবস্থা থেকে উত্তরণের জন্য তার সামাজিকতা বাড়াতে হবে। পরিবারের সবাই যেন তাকে নিয়ে একসঙ্গে গল্প করে, ক্যারম, লুডু ইত্যাদি খেলে। প্রতিদিন সবাই দুপুরের-রাতের খাবার একসঙ্গে খাবে। তোমার ছোট ভাইকে বাইরে খেলতে যাওয়ার জন্য, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য উৎসাহ দিতে হবে। টিভি দেখা বন্ধ করার প্রয়োজন নেই। তবে পরিমিত মাত্রায় দেখবে এবং পরিবারের সবাই একসঙ্গে টিভির অনুষ্ঠান উপভোগ করবে। পাশাপাশি তার জন্য তার মতামত নিয়ে একটি রুটিন তৈরি করতে হবে এবং তাকে সে রুটিন অনুসরণ করার জন্য উৎসাহিত করতে হবে। টিভি দেখা বা পড়া না করার জন্য তাকে বকা দেওয়া বা সমালোচনা করা চলবে না। কারও সঙ্গে তাকে তুলনা করার প্রবণতা থাকলে তা বন্ধ করতে হবে।

এই বিভাগে তোমরা তোমাদের মানসিক নানা সমস্যা, যা তোমার শিক্ষক, মা-বাবা বা অন্য কাউকে বলতে পারছ না, তা আমাদের লিখে পাঠাও। পাঠানোর ঠিকানা—মনোবন্ধু, কিশোর আলো, ১৯ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল করতে পারো [email protected]-এই ঠিকানায়। ইমেইলে পাঠাতে হলে সাবজেক্টে লিখবে - মনোবন্ধু, তারপর তোমার সমস্যাটি ইউনিকোড ফরম্যাটে লিখে পেস্ট করে দেবে মেইলের বডিতে। নাম, বয়স লিখতে ভুলবে না। তোমার সমস্যা বোঝার ক্ষেত্রে এগুলো গুরুত্বপূর্ণ।