সুপার হিরোর টি-শার্ট

বড় পর্দা বা বোকাবাক্সে সুপার হিরোরা টানে খুব? অশরীরী ক্ষমতা নিয়ে যারা দাপিয়ে বেড়ায় সবখানে। যেখানেই অনাচার, সেখানেই সুপারম্যান। অথবা অসম্ভবকে সম্ভব করতে পারার ক্ষমতাধর জেমস বন্ডকে তোমার জীবনের নায়ক হিসেবে মানতেই পারো। বিভিন্ন সময়ে অনেকেরই এমন নানা চরিত্রের সঙ্গে হয়েছে সখ্য। হতে পারে সেটা জনপ্রিয় গেমস অ্যাংরি বার্ডস, পাপাই বা মিকিমাউসের মতো চরিত্রও। গল্পের এসব চরিত্র এবার শুধু হৃদয়ে নয়, তুলে ধরতে পারো তোমার গায়ের টি-শার্টেও। নানা ধরনের গল্পের চরিত্রে তৈরি এসব টি-শার্টের এখন অনেক কাটতি। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, ‘আজকাল টি-শার্টে নানা ধরনের কাটু‌র্ন বা সুপার হিরোদের দেখা মিলছে, যা কিশোর বয়সের ছেলেমেয়েরাই পরছে বেশি। নানা রঙের ডেনিম প্যান্টের সঙ্গে এসব টি-শার্ট দারুণ মানিয়ে যায়। তবে টি-শার্ট আর প্যান্টে কালার বৈপরীত্য রেখে পরতে হবে। তাহলে দেখাবে সুন্দর।’

কত্ত মজার মজার টি-শার্ট

 বাজার ঘুরে দেখা গেল নানা ধরনের টি-শার্ট আছে সেখানে। তবে বড়দের চেয়ে ছোট আর উঠতি বয়সের তরুণদের জন্যই বেশি। এসব টি-শার্টের মধ্যে আছে স্পাইডারম্যান, সুপারম্যান, জেমস বন্ড, অ্যাংরি বার্ডস, মিকিমাউস, ডোরেমন, ডোনাল্ড ডাকসহ আরও নানা ধরনের চরিত্র। এ ছাড়া টিনটিন আর স্নোয়ির দৌড়ের চমৎকার দৃশ্য ফুটিয়ে তোলা টি-শার্টও আছে। আছে টম আর জেরির মুখের ছাপা দেওয়া টি-শার্ট। এর মধ্যে জনপ্রিয়তার বিচারে কয়েক ধাপ এগিয়ে আছে অ্যাংরি বার্ডস আর সুপারম্যান। সাম্প্রতিক কয়েক বছরের আলোচিত গেম অ্যাংরি বার্ডসের ছবি প্রিন্ট করে বানানো হয়েছে এসব টি-শার্ট। ঢাকা কলেজের উল্টো দিকে নুরজাহান সুপার মার্কেটের দাদা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী মো. রাসেল জানালেন, ‘নানা ধরনের সুপার হিরো বা কাটু‌র্ন চরিত্রের টি-শার্ট এখন ছেলেমেয়েরা পরছে। তাই এসব টি-শার্টই আমার দোকানে বেশি রেখেছি। অনেকে একই ধরনের টি-শার্ট রঙ দেখে বেছে নেয়। আর এসব টি-শার্টের ক্রেতাদের মধ্যে কিশোর বয়সীদের সংখ্যাই বেশি।’

 দেখেশুনে বুঝে নাও

 সুপার হিরোদের ছাপ দেওয়া টি-শার্ট কেনার আগে কিছু বিষয় ঠিক করে নিতে পারো। তোমার পছন্দের চরিত্র কোনগুলো অথবা কোন রঙের প্রতি তোমার দুর্বলতা, সে ব্যাপারে আগে থেকেই ভেবে ঠিক করে নাও। টি-শার্টের কাপড় এবং মান দেখে কেনা ভালো। কাপড় নরম না হলে পরে মজা পাবে না। চাইলে একই চরিত্রের নানা রঙের টি-শার্ট নিতে পারো। তাহলে একেক সময় একেকটা পরে বেড়াতে বা ঘুরতে পারবে। সেলাই ঠিকঠাক করা হয়েছে কিনা, সেটাও দেখে কেনা ভালো।

 যেখানে পাবে এবং দরদাম

 সাধারণত সব দোকানে এই সুপার হিরোদের টি-শার্ট পাওয়া যায় না। তাই কিনতে হলে তোমাকে আগে দোকান চিনে নিতে হবে। রাজধানী নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকানে পাওয়া যায় এ ধরনের টি-শার্ট। আছে নুরজাহান সুপার মার্কেট, বদরুদ্দোজা সুপার মার্কেট, গ্লোব সুপার মার্কেট, চন্দ্রিমা মার্কেট, বঙ্গবাজার, স্টেডিয়াম মার্কেট, বসুন্ধরা সিটি, ধানমন্ডির হ্যাপি অর্কেড প্লাজা, মিরপুরের প্রিন্স সুপার মার্কেট এবং হকার্স মার্কেটসহ নানা জায়গা। সাধারণত ১৮০ থেকে ৪০০ টাকায় কিনতে পারবে এসব টি-শার্ট। তবে ফুলহাতা পরতে চাইলে দাম একটু বেশিই পড়বে।