সুপ্তধারা ঝরনা

স্থান: সীতাকুণ্ড, চট্টগ্রাম | ধরন: পাহাড়ি, অ্যাডভেঞ্চার

যাদের বাড়ি চট্টগ্রামে, তাদের একেবারে হাতের নাগালেই এই ঝরনাটি। সীতাকুণ্ড পাহাড়ের কোলে লুকিয়ে থাকা অনিন্দ্যসুন্দর এই ঝরনা লোকালয়ের এত কাছে যে অনেকে একে আলাদা করে পাত্তা দেয় না। সীতাকুণ্ডের প্রধান সড়ক থেকে পাহাড়ের দিকে ৩৫ মিনিট হাঁটলেই এই ঝরনার দেখা পাওয়া যাবে। অসাধারণ এই ঝরনার তিন দিক দিয়ে পানি পড়ে। একটু ওপরে উঠলেই দেখা যায় কী বিশাল তার বিস্তৃতি। ঝরনার পানিতে পাওয়া যায় নানা রকমের মাছ, তবে সবচেয়ে বেশি পাওয়া যায় চিংড়ি। এর বনে হরিণ আর বানর দেখা যায়। ঢাকায় যারা থাকে, তারা বন্ধুদের নিয়ে সকাল সাতটায় চট্টগ্রামের গাড়িতে উঠে ঝরনা দেখে আবার বিকেল পাঁচটার গাড়িতে ঢাকায় ফিরে আসতে পারবে। যারা কোনো দিন পাহাড় আর ঝরনা দেখোনি, তাদের কাছে এটা একটা স্বর্গরাজ্য। এত সুন্দর টলটলে পানি কোনো মিনারেল ওয়াটারের বোতলেও পাওয়া যাবে না। পাহাড়ে গেলে অবশ্যই কোনো প্লাস্টিক ফেলে আসা যাবে না এবং অহেতুক চিৎকার-চেঁচামেচি করা যাবে না।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)