সে কে?

টুনটুনি হলিক্রস স্কুলে ক্লাস নাইনে পড়ে। তাদের গ্রামের বাড়ি থেকে এসেছে খলিলুল্লাহ। দেখতে সে আমাদের মতোই সাধারণ মানুষ। তবে সে পানিতে ডুবে থাকতে পারে ঘণ্টার পর ঘণ্টা, নষ্ট কলকবজা ঠিক করতে পারে। সে প্রকৃতপক্ষে বড়ই রহস্যময়। তাকে নিয়ে অনেক কৌতুহল টুনটুনির। সে খলিলুল্লাহর কাজকারবার দেখে বেশ মজা পায়। তবে তার বাবা মাহাতাব উদ্দিন চৌধুরী মোটেই মজা পান না। তিনি আতঙ্কে অস্থির। তবে তিনিও জানতে চান রহস্যটা কী। কে এই খলিলুল্লাহ? সে কি সুপারম্যান বা স্পাইডারম্যানের দলের সদস্য? নাকি সে এলিয়েন? অথবা সে ভূত বা জিন নয়তো? সে কি এরকমই থাকবে না হয়ে উঠবে অন্য সবার মতোই? কী হবে তার শেষ খলিলুল্লাহর শেষ পরিণাম? এসব জানতে চাও? যদি জানতে চাও তবে তোমাদের পড়তেই হবে হুমায়ূন আহমেদের দ্বিতীয় মানব বইটি। কে জানে সেটি পড়ে যদি তুমি সেই রহস্যভেদও করতে পারো কিংবা তুমিও হয়ে যেতে পারো তার মতোই একজন!

লেখক: শিক্ষার্থী, সরকারি পি এন বালিকা উচ্চবিদ্যালয়, রাজশাহী

আরও পড়ুন