সেন্ট মার্টিনস আইল্যান্ড

স্থান: টেকনাফ, কক্সবাজার | ধরন: প্রাকৃতিক, অ্যাডভেঞ্চার

পরিবারের সবাইকে নিয়ে ঘুরে আসতে পারো বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনসে। বাংলাদেশের এই শেষ ভূখণ্ডে যেতে হলে তোমাকে পার হতে হবে ‘নাফ নদী’, যে নদীটা বাংলাদেশ ও মিয়ানমারকে আলাদা করেছে। এপারে বাংলাদেশের টেকনাফের পাহাড়ি সৌন্দর্য দেখা হলে চোখ ফেলতে পারো ওপারের মিয়ানমারের সীমানায়, শত শত মন্দির আর প্যাগোডা চোখে পড়বে। জাহাজে করে সেন্ট মার্টিনসে ঢোকার মুখেই পড়বে নীলরঙা পানির এক আশ্চর্য জগৎ। পাথর আর বালুর অসাধারণ মেলবন্ধনে তৈরি এই দ্বীপে ভাটার সময় বিভিন্ন জায়গায় জমে থাকা পানিতে ছুটে বেড়ায় লাল-নীল-সবুজ রঙের ছোট ছোট মাছের দল। দক্ষিণে রয়েছে ছেঁড়া দ্বীপ, বাংলাদেশের একেবারের শেষ মাথা। সেন্ট মার্টিনসে পূর্ণিমা দেখে যারা মুগ্ধ হয়ে বালুতে চিত হয়ে শুয়ে থাকে, তারাই স্তব্ধ হয়ে যাবে অমাবস্যার রাতের আকাশ দেখলে, লাখ লাখ তারার মেলা বসে আকাশজুড়ে, হঠাৎ দেখলে মনে হবে আকাশটা বুঝি ছিদ্র হয়ে গেছে, আর সেই ছিদ্র দিয়ে আলো এসে পড়ছে মাটির দেশে। ভালো সাঁতারু না হলে এখানকার সমুদ্রের গভীরে যাওয়া যাবে না।

আর ঢাকা থেকে বিভিন্ন টুরিজম প্রতিষ্ঠান প্যাকেজে সেন্ট মার্টিনস ঘুরিয়ে নিয়ে আসে। তাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)