স্বর্ণমন্দির, নীলগিরি ও নীলাচল

স্থান: বান্দরবান | ধরন: প্রাকৃতিক, স্থাপনা, অ্যাডভেঞ্চার

মেঘ পাহাড়ের দেশ বান্দরবানকে প্রকৃতি নিজের সবটুকু সৌন্দর্য আপন হাতে ঢেলে সাজিয়ে দিয়েছে। এখানে হেঁটে হেঁটেই মেঘ ধরা যায়, নৌকায় করে মেঘের ভেতরে হারিয়ে যাওয়া যায়, ভোরে ঘুম ভেঙে ফুঁ দিয়ে বিছানা থেকে মেঘ সরাতে হয়! এমন স্বপ্নের শহরে তোমরাও বন্ধুবান্ধব, বাবা-মা, আত্মীয়দের নিয়ে ঘুরে আসতে পারো। বান্দরবান শহরেই অনেকগুলো দেখার জায়গা রয়েছে। এগুলোর মধ্যে অন্যতম হলো স্বর্ণমন্দির। পাহাড়ের অনেক ওপরে একবারে সোনালি রঙে সাজানো এই মন্দিরে যেতে হলে শহর থেকেই অটো ভাড়া করে নিতে হয়, নামিয়ে দেবে একেবারে মন্দিরের গোড়ায়। মন্দির দেখা শেষ করে চলে যেতে পারো নীলাচলে। এখানে সব সময় মেঘ থেকে, অনেক ওপরের এই জায়গাটাতে গেলেই মন ভালো হয়ে যাবে। খুব ভোরে ঘুম থেকে উঠে মেঘের স্পর্শ গায়ে মাখতে হলে যেতে হবে ৬৫ কিলোমিটার দূরের পাহাড় নীলগিরিতে। এখানে এলেই মনে হবে এটা বাংলাদেশ নয়, স্বর্গ বুঝি এমনি হয়। এখানে সারা দিন মেঘ থাকে, আর থাকে ভয়াবহ ঠান্ডা, গরম কাপড় ছাড়া এখানে যাওয়াটা বোকামি। নীলগিরি থেকে আশপাশের সবকিছু নীলাভ মনে হবে। দেশের যেকোনো জায়গা থেকেই বাসে করে বান্দরবান যাওয়া যায় সহজে।

(কিশোর আলোর জানুয়ারি ২০১৫ সংখ্যায় প্রকাশিত)