বাঘযাত্রা

অলংকরণ: আরাফাত করিম

অনিল, আনিকা আর ইশরাতের প্রত্যেকের একটি করে বাঘ আছে। ওদের নাম যথাক্রমে কলি, খগেন আর গদাই। এখন এরা একটা নদী পার হবে। না, সাধারণ ধাঁধার মতো ওরা নৌকায় পার হবে না। ওরা পার হবে কেবল কারে। সমস্যা হলো, মালিক ছাড়া কোনো বাঘ অন্য কোনো মানুষের সঙ্গে একাকী থাকলে তাকে খেয়ে ফেলবে। তাহলে তারা কীভাবে পার হবে? (ধরে নাও, বাঘগুলো এতই প্রশিক্ষিত যে নিজে নিজে কেবল কারে যাত্রা করতে পারে।)

উত্তর

প্রথমে বাঘেরা যাবে, যেন কোনো পারে এমন অবস্থা না হয় যে কোনো বাঘ তাঁর মালিক নয়, এমন কারও সঙ্গে একাকী আছে। এরপর বাঘের মালিকেরা আবার যাবে।