পুঁটি মাছ, পেশা এবং অন্যান্য

অলংকরণ: শিখা
  • এক পুকুরে দুই পুঁটি মাছের কথোপকথন।
    প্রথম পুঁটি: এই বদ্ধ জায়গায় আর থাকতে ইচ্ছে করে না। পুকুরের বাইরের জগৎটা দেখতে সাধ হয়।
    দ্বিতীয় পুঁটি: এখান থেকে বেরোনোর একটা মাত্র উপায় আছে; বড়শি দেখলেই ঝুলে পড়বি।

  • জয়নাল সাহেব কানে কম শোনেন। হেয়ারিং এইড কিনতে তিনি গেলেন দোকানে।
    জয়নাল: ভাই, হেয়ারিং এইডের দাম কত?
    দোকানদার: পাঁচ টাকা দামের আছে, পাঁচ হাজার টাকা দামেরও আছে।
    জয়নাল: আমাকে পাঁচ টাকারটাই দেখান।
    দোকানদার জয়নালের কানে একটা প্লাস্টিকের খেলনা হেয়ারিং এইড গুঁজে দিলেন। জয়নাল আশ্চর্য হয়ে বললেন, এটার ভেতর তো কোনো যন্ত্রপাতিই নেই। এটা কাজ করে কীভাবে?
    দোকানদার: সত্যি বলতে, এটা কোনো কাজ করে না। তবে আপনার কানে এই জিনিস দেখলে লোকজন এমনিতেই আপনার সঙ্গে প্রয়োজনের চেয়ে উঁচু গলায় কথা বলবে!

  • বাবা: খোকা, তুমি কাকে বেশি ভালোবাসো? বাবাকে না মাকে?
    খোকা: দুজনকেই।
    বাবা: উহু। যেকোনো একজনের কথা বলতে হবে।
    খোকা: না। আমি দুজনকেই ভালোবাসি।
    বাবা: আচ্ছা ধরো, তোমার মা গেল প্যারিসে, আর আমি যুক্তরাষ্ট্রে। তুমি কার সঙ্গে যাবে?
    খোকা: মায়ের সঙ্গে।
    বাবা: তার মানে তুমি মাকে বেশি ভালোবাসো?
    খোকা: না। প্যারিস যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি সুন্দর।
    বাবা: ঠিক আছে। ধরো, আমি গেলাম প্যারিসে আর তোমার মা গেল যুক্তরাষ্ট্রে।
    খোকা: তাহলে আমি যুক্তরাষ্ট্রে যাব।
    বাবা: এবার প্যারিসে যাবে না কেন?
    খোকা: প্যারিস তো একবার মায়ের সঙ্গে ঘুরলাম, আবার তোমার সঙ্গে যাব কেন!

  • কার পেশা আগে এসেছে—এ নিয়ে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর একজন উকিল খোশগল্পে মেতেছেন। ডাক্তার বললেন, ‘সবার আগে মানুষ এসেছে। আমরা মানুষের রোগ নিয়ে কাজ করি, তাই চিকিৎসা পেশাটাই সবচেয়ে প্রাচীন।’ প্রকৌশলী কিছুতেই মানতে রাজি নন, ‘কিন্তু মানুষ আসার আগে তো তাদের ঘরবাড়ি বানাতে হয়েছে নাকি! তাহলে তো ইঞ্জিনিয়ারই আগে আসে।’ এবার উকিলের পালা ‘মশাই, বাড়ি বানানোর আগে তো মামলা-মোকদ্দমা করে মানুষকে জমির মালিক হতে হয়েছে, তাই না? তাহলে এবার আপনারাই বলুন, কার পেশাটা আগে আসে?’

  • নির্বাচনের প্রার্থীকে জিজ্ঞেস করছেন সাংবাদিক: আপনি কেন নির্বাচনে দাঁড়িয়েছেন?
    —আপনি কি দেখতে পাচ্ছেন না, চারদিকে কী ঘটছে? সরকারি লোকেরা আমোদ-প্রমোদে মত্ত, দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ।
    —আপনি এর বিরুদ্ধে লড়ার জন্যই নির্বাচন করছেন?
    —পাগল নাকি! আমার কি আমোদ-প্রমোদ করতে শখ হয় না?