ডিজনি সৈনিক হতে চেয়েছিলেন...

কিশোর আলোর আগস্ট সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: এস এম রাকিব

আমরা সবাই ওয়াল্ট ডিজনির নাম জানি। মিকি মাউস আমাদের প্রিয় চরিত্র। ডোনাল্ড ডাক আমাদের সবারই ছোটবেলার আনন্দের উৎস। ডিজনিল্যান্ডের গল্প আমরা শুনি। ডিজনির ছবি আমরা দেখি।

ওয়াল্ট ডিজনি (১৯০১-১৯৬৬) ছোটবেলায় ছবি আঁকার ক্লাসে ভর্তি হন। তাঁর জীবনে অনেকবারই ব্যর্থতা এসেছে। তিনি সেনাবাহিনীতে যোগ দিতে চেয়েছিলেন। এবং ব্যর্থ হয়েছিলেন। সে কারণেই তাঁকে লেখাপড়া ছেড়ে দিতে হয়েছিল। তিনি একটি স্টুডিও প্রতিষ্ঠা করেছিলেন, লাফ-ও-গ্রাম স্টুডিও। সেখানে অ্যালিসের ওয়ান্ডারল্যান্ড অ্যানিমেশন ছবিও বানানো হয়েছিল। কিন্তু সেই প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গিয়েছিল। ওয়াল্ট ডিজনি মিসৌরি নিউজপেপার নামের একটা সংবাদপত্রে যোগ দিয়েছিলেন। সেই চাকরিটা তার চলে যায়, অভিযোগ ছিল, ‘তিনি যথেষ্ট সৃজনশীল ছিলেন না।’

তাহলে দেখা যাচ্ছে, অনেকবারের ব্যর্থতা শেষে ডিজনি সফল হন। আজ ডিজনি বেঁচে নেই, কিন্তু তাঁর কীর্তি রয়ে গেছে। মিকি মাউসও আছে। ডিজনিল্যান্ডও আছে।

কাজেই সহজে হতাশ হবে না। মেডিকেলে ভর্তি হতে চেয়েছি, পারিনি; ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে পারলাম না, তাতে কিছু যায় আসে না। জীবন তোমার জন্য আরও সুন্দর কিছু রেখে দিয়েছে। হাল ছেড়ে দিলে চলবে না।

প্রতিটি জীবনই সফল। যদি তুমি লেগে থাকো, চেষ্টা করো। প্রতিটি জীবনই সুন্দর।