কালো পাথর সাদা পাথর

কিশোর আলোর মার্চ সংখ্যার প্রচ্ছদ
অলংকরণ: আরাফাত করিম

একজন নিষ্ঠুর ব্যবসায়ী। তিনি ঋণ দিতেন উচ্চ সুদে। এক গৃহস্থ ঋণ নিলেন। শোধ করতে পারলেন না। তাঁর ছিল একটা মেয়ে। ঋণদাতা বললেন, ‘আমি ঋণ মাফ করে দেব। তবে একটা শর্তে। গৃহস্থের মেয়েকে আমি দুটো ব্যাগ দেব। ব্যাগে একটা করে পাথর থাকবে। একটায় থাকবে কালো পাথর, একটায় সাদা পাথর। মেয়েটি থলে বেছে নেবে। যদি কালো পাথর ওঠে, তবে ঋণ মাফ হবে, আর মেয়েটি আমাকে বিয়ে করবে। যদি সাদা পাথর ওঠে, তাহলে ঋণ মাফ হবে, আর আমাকে মেয়েটির বিয়ে করতে হবে না।’

মেয়েটি রাজি হলো। সে দেখতে পেল, ব্যবসায়ী দুটো ব্যাগেই কালো পাথর ভরছে।

মেয়েটি এখন কী করবে? সে থলে দুটো নিয়ে গেল বাগানে। সেখানে মাটিতে অনেক কালো আর সাদা পাথর। মেয়েটি একটি ব্যাগে হাত ঢুকিয়ে পাথরটা কাউকে না দেখিয়ে মাটিতে ফেলে দিল। কোন রঙের পাথর সে ফেলেছে, কেউ টের পেল না। কারণ, মাটিতে অনেক পাথর পড়ে আছে।

এবার সে ব্যবসায়ীকে বলল, ‘আপনি এই ব্যাগটা খুলুন। দেখুন, কী রঙের পাথর আছে। তাহলেই আমরা বুঝব, আমার হাতে কোন পাথরটা উঠেছিল।’

স্বাভাবিকভাবেই দ্বিতীয় ব্যাগটাতেও ছিল কালো পাথর। কাজেই মেয়েটি দাবি করল, সে সাদা পাথর তুলেছিল। এই ব্যবসায়ীকে তার বিয়ে করতে হবে না।

এই গল্প ইন্টারনেটে পেলাম। এই গল্পের শিক্ষা হলো, সমস্যা সমাধানের তৃতীয় কোনো পথ আছে কি না, তা আমাদের ভাবতে হবে। ভাবতে হবে আউট অব দ্য বক্স। গতানুগতিকতার বাইরে। সবাই ভালো থেকো।