অন্য রকম ছক্কা

আমার কাছে ৩টা অন্য রকম ছক্কা আছে। ছক্কা তো না, চক্কা বলা যায়। মানে চতুস্তলক আসলে। চারতলবিশিষ্ট। এই প্রতিটি চতুস্তলক গড়িয়ে দিলে ওপরে যে তিনটা অক্ষর আসে, সেগুলো সাজিয়ে আমি শব্দ বানানোর চেষ্টা করি। আটবার চেষ্টা করার পরে যেগুলো আমি পেয়েছি তা নিম্নরূপ:

CAT, SON, POD, RIG, PEG, TAP, DIN, APE

এখন বল যে চক্কাগুলোতে কী কী অক্ষর ছিল।

উত্তর

CNPR AGDS EIOT