সাপ যখন উড়োজাহাজে: পাঁচটি সত্য ঘটনা

যুক্তরাষ্ট্রের ইউনাইটেড এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ওই সাপ উঠে পড়েছিলছবি: রয়টার্স

তুমি কি কখনো ভেবেছ, উড়োজাহাজে উঠলে, জায়গায় বসে পকেট থেকে চিপস বের করলে, আর হঠাৎ পাশে তাকিয়ে দেখলে—একটা সাপ! সিনেমায় হয়তো এমন দেখেছ। কিন্তু এ ঘটনা বাস্তবেও ঘটে। হ্যাঁ, সত্যি!

২০২৫ সালের ১ জুলাই অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে ব্রিসবেন যাওয়ার পথে ভার্জিন অস্ট্রেলিয়ার একটি উড়োজাহাজের পেছনের কার্গো হোল্ডে ধরা পড়ে একটি সবুজ রঙের সাপ। উড়োজাহাজের যাত্রীরা তখনো ওঠেননি। তবে সবাই জানেন, একবার সাপ ভেতরে ঢুকে গেলে বের করা সহজ নয়। যদি উড়োজাহাজের ভেতর ঢুকে যেত, তাহলে তো বিশাল বিপদ!

তৎক্ষণাৎ ডাকা হলো পেশাদার ‘স্নেক হান্টার’ মার্ক পেলিকে। তিনি এলেন, দেখলেন এবং সাপটাকে একদমে ধরলেন। উড়োজাহাজ প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়লেও কেউ আহত হননি। সাপটি ছিল অবিষধর। তবে নিয়ম অনুযায়ী সাপটিকে আর প্রকৃতিতে ছাড়া হয়নি, রাখা হয়েছে লাইসেন্সধারী একজন সাপ–পালকের কাছে।(সূত্র: AP News)

এটি প্রথম ঘটনা নয়। ২০১৬ সালে মেক্সিকোর একটি ফ্লাইটে আকাশে ওড়ার সময় হঠাৎ এক যাত্রীর মাথার ওপর দিয়ে বেরিয়ে এল এক সবুজ সাপ! অনেকটা সিনেমার মতোই। সবাই চিৎকার করে উঠলেন। ফ্লাইটটি জরুরি অবতরণ করে, এরপর সাপটিকে ধরা হলো। (সূত্র: BBC)

ভারতেও এমন ঘটনা ঘটেছে। ২০২২ সালে কেরালার কালিকট থেকে দুবাই যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে পৌঁছানোর পর বোঝা যায়, কার্গো হোল্ডে একটি সাপ লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে যাত্রীদের নামিয়ে ফেলা হয়। কীভাবে সাপটা ঢুকল, সেটা জানতে তদন্ত শুরু হয়। (সূত্র: Indian Express)

থাইল্যান্ডে একটি এয়ারএশিয়া ফ্লাইটে সাপ পাওয়া গিয়েছিল লাগেজের ওপরে রাখা মালপত্রের কেবিনে। কেউ কেউ ভেবেছিলেন, হয়তো খেলনা। কিন্তু নড়ে ওঠায় সবাই আঁতকে ওঠেন। (সূত্র: Bangkok Post)

আমাদের দেশেও বিমানবন্দরে কখনো কখনো সাপ ধরা পড়ে, যদিও উড়োজাহাজের ভেতরে ঢুকে পড়ার ঘটনা খুব কম। তবে ২০২৫ সালের মাঝামাঝি মুম্বাই বিমানবন্দরে ধরা পড়েছিল ১৬টি জীবন্ত সাপ—এক যাত্রীর লাগেজে করে আনা হচ্ছিল চোরাই পথে! (সূত্র: New Indian Express)

সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, সাপ শুধু কামড়ায় না, আতঙ্কও ছড়ায়। আর উড়োজাহাজে আতঙ্ক মানে বিপদ। তাই প্রতিটি বিমানবন্দরে নিয়ম করে স্ক্যানিং, ক্লিনিং ও নিরাপত্তাব্যবস্থা থাকে। তবুও দেখা যাচ্ছে, কোনো কোনো সাপ ঠিকই ফাঁকি দিয়ে উঠে পড়ছে উড়োজাহাজে!

কিন্তু সৌভাগ্যজনকভাবে এসব ঘটনার কোনোটি বড় দুর্ঘটনায় রূপ নেয়নি। কারণ, যাঁরা উড়োজাহাজ চালান, পরিষ্কার করেন, নিরাপত্তা দেন, তাঁরা খুব প্রশিক্ষিত।

আর তাই আমরা নিশ্চিন্তে উড়োজাহাজে উঠে ঘুমাতে পারি। তবে মনে রাখবেন, আপনি হয়তো পাশের সিটে একজন যাত্রী পাচ্ছেন না, সেখানে হয়তো বসে আছে একটা সাপ!

*কিআ ডেস্ক। এআইয়ের সহায়তা নেওয়া হয়েছে