আলোকচিত্র লাখো শব্দের সমান

রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজ প্রাঙ্গণে গত ১৫ ও ১৬ জুন অনুষ্ঠিত হলো আলোকচিত্র উৎসব। ‘রিফ্লেকশন ২.০-জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ২০২৩’ শিরোনামে এই উৎসবের আয়োজন করে সরকারি বিজ্ঞান কলেজ ফটোগ্রাফি ক্লাব। জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় দেড় শ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উৎসবের মূল আকর্ষণ ছিল আলোকচিত্র প্রদর্শনী। এ ছাড়াও আয়োজনে ছিল সিনেমাটোগ্রাফি প্রদর্শন, ফটো ম্যানুপুলেশন, কর্মশালা, অলিম্পিয়াড, লাইভ ফটোগ্রাফিসহ দারুণ সব প্রতিযোগিতা।

১৬ জুন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কিআ সম্পাদক আনিসুল হক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক শেখ রোকন। আয়োজনজুড়ে সভাপতিত্ব করেন সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ এ বি এম রেজাউল করীম।

অনুষ্ঠানের শুরুতে আনিসুল হক বলেন, ‘এই কলেজের অধ্যক্ষ ও আমি স্কুল সহপাঠী। কিন্তু তখন আমাদের ছবি তোলার সুযোগ ছিল না। এখনকার শিক্ষার্থীরা সেদিক থেকে সৌভাগ্যবান।’ শেখ রোকন তাঁর বক্তব্যে বলেন, ‘একটি আলোকচিত্র হাজার শব্দের সমান। আর নদী ও প্রকৃতিবিষয়ক আলোকচিত্র লাখো শব্দের সমান। আলোকচিত্রের মাধ্যমে ইতিহাসের প্রথম খসড়া তৈরি হয়।’

সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আয়োজনে ম্যাগাজিন পার্টনার হিসেবে ছিল কিশোর আলো।