সারা দেশের স্কুল শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহী করে তুলতে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব আয়োজিত হচ্ছে। ইতিমধ্যে দেশব্যাপী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা এবং বরিশালের আঞ্চলিক পর্ব শেষ হয়েছে। ২০ মার্চ জাতীয় পর্বের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। জাতীয় পর্যায়ের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।

বিজ্ঞান উৎসবের যেকোনো খবর জানতে চোখ রাখুন bigganchinta.com-এ, বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ও বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজ ও গ্রুপে, প্রথম আলোয় এবং বিজ্ঞানচিন্তার প্রিন্ট সংস্করণে।