সম্ভব-অসম্ভবের জাদু

সম্ভব-অসম্ভবের সীমানা পেরোতে পারলে তবেই সেটা জাদু। কী, সত্যি বললাম তো? প্রায় প্রত্যেক দর্শকবন্ধুরই ধারণা, আপাত-অসম্ভব কোনো কিছুকে সম্ভব করে দেখানোর অন্য নামই জাদু। আর যাঁরা এসব অনায়াসেই করে দেখাতে পারেন, তাঁদেরই তাঁরা বলে থাকেন জাদুকর।

আমার দৃষ্টিতে তোমরাও প্রত্যেকেই এক-একজন মস্ত জাদুকর। কত অসম্ভব কিছুকে তোমরা অনায়াসেই না জয় করে চলেছ। সাম্প্রতিক সময়ে আমরা মহাকাশের পথেও রওনা হয়েছি। কত বড় মস্ত জাদু এটা, বোঝানোর নয়। সহজ কথাটা কি জানো, চেষ্টা আর একাগ্রতা দিয়ে মানুষ যেটা জয় করতে পারে, জাদু তো সেটাই। আজও তাই আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব সম্ভব-অসম্ভবের তেমনই এক সীমারেখায়।

দর্শক যা দেখছেন

চিরায়ত একটা হাসিমুখে মঞ্চে এলেন জাদুকর। টেবিলের ওপর আগে থেকেই রাখা ছিল কয়েকটি ডিসপেসিবল ওয়ান টাইম গ্লাস, সঙ্গে বোতলভর্তি খানিকটা রঙিন পানীয়।

উপস্থিত দর্শকদের অভিবাদন জানিয়ে জাদুকর টেবিলের ওপর আগে থেকে রাখা রঙিন পানীয় ভর্তি বোতলটা তুলে নিলেন এবং অন্য হাতে তুলে নিলেন একটা ডিসপেসিবল গ্লাস। গ্লাসটির অর্ধেকের বেশি রঙিন পানীয় ঢেলে ভর্তি করে নিলেন। এরপর সেই গ্লাসটি আবারও টেবিলের ওপর রেখে দিয়ে তুলে দিলেন অন্য আরেকটি খালি গ্লাস। আর তাতেও ঢেলে নিলেন পরিমাণে কম, খানিকটা রঙিন পানীয়। গ্লাস এবং বোতল—দুটোই এরপর রেখে দিলেন টেবিলের ওপর।

এবার টেবিল থেকে নিজেই খানিকটা এগিয়ে এলেন। উপস্থিত দর্শকদের উদ্দেশে বললেন, ‘আমি একটা গ্লাসে অর্ধেক আর অন্য একটা গ্লাসে সিকি পরিমাণ রঙিন পানীয় ঢেলে নিলাম আপনাদের চোখের সামনেই। কিন্তু এরপর আমি যেটা করব, সেটার ওপর তীক্ষ্ম নজর রাখা চাই আপনাদের।’ বলেই আবারও আগের জায়গায় ফিরে গেলেন জাদুকর।

নিজের বাঁ হাতে তুলে নিলেন অর্ধেক রঙিন পানীয় ভর্তি গ্লাসটা। আর ডান হাতে সিকি রঙিন পানীয় ভর্তি গ্লাসটা। এবার ডান হাতে ধরে রাখা সিকি রঙিন পানীয় ভর্তি গ্লাসটাকে বাঁ হাতের অর্ধেক রঙিন পানীয় ভর্তি গ্লাসটার ভেতর টুপ করে বসিয়ে (চিত্র-৩) আবারও ডান হাতের গ্লাসটা তুলে নিতেই দেখা গেল অবাক ব্যাপার, ডান হাতের গ্লাসটা ঠিকই আছে, কিন্তু তার ভেতরে থাকা রঙিন পানীয়টা বেমালুম বাঁ হাতে রঙিন পানীয়র সঙ্গে মিশে গেছে (চিত্র-৪)। অর্থাৎ সেই গ্লাসের রঙিন পানীয়টা অদৃশ্য হয়ে গেছে কিংবা অন্য গ্লাসটায় চলে গেছে (চিত্র-৫)। চিরায়ত একটা হাসিমুখে মঞ্চে এলেন জাদুকর। টেবিলের ওপর আগে থেকেই রাখা ছিল কয়েকটি ডিসপেসিবল ওয়ান টাইম গ্লাস, সঙ্গে বোতলভর্তি খানিকটা রঙিন পানীয়।

পেছনের কৌশল

কৌশলটা একটু ভালো করে শুনে নাও। অর্ধেক রঙিন পানীয় নেওয়া গ্লাসটি নেহাতই সাধারণ। কিন্তু যে গ্লাসটিতে সিকি পরিমাণ পানীয় নেওয়া হচ্ছে, কৌশলের মূলটা কিন্তু সেখানেই। করেছি কি জানো, একটা গ্লাসের তলার দিকের আধা ইঞ্চি পরিমাণ তলাসহ কেটে বাদ দিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে অন্য একটি গ্লাসের তলার দিকের পৌনে এক ইঞ্চি পরিমাণ কেটে নিয়ে বাকিটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবারে তলা ছাড়া গ্লাসটির সঙ্গে অন্য গ্লাস থেকে কেটে নেওয়া ছোট্ট তলাটি জুড়ে দেওয়া হয়েছে। এ জন্য জোড়া অংশটাই একটু চেপে দিতে হবে।

এবারে তুমি এই জাদু দেখানোর জন্য পুরোপুরি তৈরি। কৌশল করা গ্লাসটিতেই নেবে সিকি পরিমাণ রঙিন পানীয়।

জাদুর জাদু

কৌশল করা গ্লাসটিতে রঙিন পানীয় নেবে। মনে রাখবে, গ্লাসটি ধরার সময় কিন্তু কৌশল করা অংশের সংযোগস্থলে ধরতে হবে। এবার যখন সেটিকে রঙিন পানীয়সমেত অন্য গ্লাসের রঙিন পানীয়র মধ্যে রাখবে। তখন ভরের কারণে কৌশল করা গ্লাসের তলার অংশটি রঙিন পানীয়সমেত প্রথম গ্লাসে থাকা রঙিন পানীয়ের সঙ্গে মিশে যাবে। যা আপাতদৃষ্টিতে দর্শকেরা বুঝতে পারবেন না মোটেও।

এরপর বাদবাকিটা তোমার অভিনয়।