আয়নার কি রং আছে?

খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে দুর্ঘটনা প্রতিরোধে স্থাপন করা ধাতব আয়না।ছবি: প্রথম আলো

এককথায় আয়নার রং সবুজ।

বিস্তারিত বলতে গেলে...

আমরা আমাদের চোখ দিয়ে মোটামুটি এক কোটি রং আলাদা করে দেখতে পারি। কিন্তু আয়নার কী রং, সেটা দেখা দূরে থাক, কল্পনা করাই কঠিন। কেউ হয়তো বলতে পারো, আয়না সিলভার বা সাদা রঙের। কিন্তু একটু থেমে চিন্তা করে দেখ তো, কথাটা কি সত্যি হলো? যদি তাই হয়, তবে তুমি যে রঙের কাপড় পরে আয়নার সামনে দাঁড়াও, আয়নাতে সেই একই রঙের কাপড় দেখতে পাও কীভাবে?

আয়না মূলত আলো প্রতিফলিত করে। অর্থাৎ যে আলোটা আয়নার ওপর গিয়ে পড়ে, সেটাকেই আয়না উল্টোদিকে ফেরত পাঠায়। এ কারণে আয়নায় কোনোকিছুর ছবি আমরা উল্টোভাবে দেখি। এখন কোনো আয়না যদি এর ওপর পড়া সবটুকু আলো ফেরত পাঠাত, তবে আমরা আয়নার রং বলতে পারতাম সাদার মতো কিছু একটা। কিন্তু বাস্তব দুনিয়ায় কোনো আয়না নিখুঁত বা শতভাগ কর্মক্ষম হয় না। এর মানে, কোনো আয়না শতভাগ আলো ফেরত পাঠাতে পারে না। কিছু পরিমাণ আলো আয়না শোষণ করে।

আরও পড়ুন

গবেষণায় দেখা গেছে, ৫১০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলো সাধারণ আয়না খুব ভালোভাবে ফেরত পাঠাতে পারে। এই তরঙ্গদৈর্ঘ্যের আলোকেই আমরা সবুজ রং বলি। কোনো বস্তুর ওপর আলো পড়লে বস্তু থেকে যে তরঙ্গদৈর্ঘ্যের আলো ফেরত আসে, সেটাই হচ্ছে বস্তুর রং। তাই বিজ্ঞান বলে, আয়নার রং সবুজ।