থিওরি অব রিলেটিভিটির প্রকাশ

আলবার্ট আইনস্টাইনছবি: সংগৃহীত
জানা-অজানা অগণিত গল্প দিয়ে সাজানো ইতিহাসের প্রতিটি পাতা। এর মধ্যে উল্লেখযোগ্য গল্পগুলো আমাদের মনে থাকলেও কত গল্পই তো দৃষ্টির অগোচরে থেকে যায়। আজ ১১ এপ্রিল ২০২৪। বছরের এই দিনে উল্লেখযোগ্য কী কী ঘটেছিল, যা আমরা অনেকেই জানি না? ইতিহাসের পাতা থেকে চলো একবার চোখ বুলিয়ে আসা যাক!
  • ১৯০৫ সালের আজকের এই দিনে আইনস্টাইন তাঁর আপেক্ষিকতার তত্ত্ব বা থিওরি অব রিলেটিভিটি প্রকাশ করেন। এই তত্ত্ব আবার দুই ভাগে বিভক্ত। সাধারণ আপেক্ষিকতা বা আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব ১৯০৫ সালে প্রকাশিত হলেও বিশেষ তত্ত্বটি আসে ১৯১৫ সালে। সহজ করে বলতে গেলে এই তত্ত্বে তিনি বলতে চেয়েছেন যে পৃথিবী ও তার প্রকৃতিতে যত ঘটনা ঘটছে, তা নির্দিষ্ট সূত্র অনুযায়ীই ঘটে চলেছে, আপেক্ষিকতার কারণে সেসব ঘটনায় কোনো পরিবর্তন আসে না।

  • এ ছাড়া ১৯৩১ সালের আজকের এই দিনে প্রথম বাংলা সবাক চলচ্চিত্র ‘জামাই ষষ্ঠী’ মুক্তি পায়। এটি কলকাতার ক্রাউন সিনেমা হলে প্রথম প্রদর্শিত হয়।

  • ১৯১৯ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক শ্রম সংস্থা বা আইএলও প্রতিষ্ঠিত হয়। এ ছাড়া ১৯৭০ সালের একই দিনে অ্যাপোলো ১৩ উৎক্ষেপণ করা হয়।

আরও পড়ুন