জুলাই মাসে কিশোর আলোর মাসিক সভা 'কিআড্ডা' স্থগিত

১০০তম কিআড্ডা, এপ্রিল ২০২৫ছবি: আব্দুল ইলা

অনিবার্য কারণে কিশোর আলোর জুলাই মাসের মাসিক সভা 'কিআড্ডা' স্থগিত করা হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী ১৯ জুলাই ২০২৫ শনিবার বিকেল ৩:০০টায় কিশোর আলোর সভাকক্ষে মাসিক সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিশোর আলোর পক্ষ থেকে রেজিস্ট্রেশন করা পাঠকদের এসএমএস ও ফেসবুক পোস্টের মাধ্যমে জানানো হয়েছে সভাটি স্থগিত করার কথা।

স্থগিত হওয়ায় এ মাসে কিআড্ডা অনুষ্ঠিত হচ্ছে না। তবে আগামী মাসে কিআড্ডা যথাসময়ে অনুষ্ঠিত হবে। কিশোর আলোর আগস্ট মাসের সভায় অংশ নিতে হলে কিশোর আলোর আগস্ট সংখ্যায় থাকা লিংক থেকে নিবন্ধন করতে হবে। এ জন্য কিশোর আলোর আগস্ট সংখ্যা প্রকাশিত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কিশোর আলোর জুলাই মাসের অনলাইন মাসিক সভা যথাসময়ে অনুষ্ঠিত হবে ২৬ জুলাই ২০২৫।

প্রতি মাসে কিশোর আলোর পাঠকের জন্য মাসিক সভা 'কিআড্ডা'র আয়োজন করে। এই সভায় পাঠকের সঙ্গে উপস্থিত থাকেন লেখক, শিল্পী, আলোচিত ও সফল ব্যক্তিত্বরা।

আরও পড়ুন