লাখ টাকার কুইজে কারা জিতল পুরস্কার

লটারির মাধ্যমে অসংখ্যা কুপন থেকে একে একে উঠেছে বিজয়ীদের নামফাইল ছবি

অক্টোবর মাসের কিশোর আলো হাতে পেয়ে নুহা তো অবাক! কোনোভাবে এ মাসের কিআর একটি পৃষ্ঠা হাওয়া হয়ে গেছে। ওর হাতে আসার আগেই ছিঁড়ে নিয়েছে কেউ। দেখে মনে হয়, নিখুঁত করে কাঁচি দিয়ে কেউ কেটে নিয়েছে।

প্রথমে শুরু হলো ছোট্ট নুহার হইহল্লা। বয়সে ছোট হলেও আওয়াজ সে ভালোই করতে পারে। হইহল্লা একটু পর হয়ে গেল কান্নাকাটি। কে নিল নুহার প্রিয় কিআর পৃষ্ঠা? সন্দেহ বরাবরের মতো নুহার ভাই ইবনানের দিকে। নুহার হাতে আসার আগে কিআ পড়েছে ইবনানের হাতে। ইবনানের প্রিয় বিভাগ ধারাবাহিক কমিকস। প্রতি মাসের পাঁচ তারিখে কিআ হাতে পেলে সবার আগে তার কমিকস পড়া চাই। ইবনানের ভাষায়, না পড়লে ইবনানের ভাত হজম হয় না। আস্ত ভাত যেন পেটে জমে না থাকে, এ জন্য কিশোর আলো নুহার আগে দখল করেছিল ইবনান। কমিকস পড়ার পর ছিঁড়ে ফেলার মতো পচা কাজ (নুহার ভাষায়) ইবনান করেছে কি না, বাসায় একটা প্রশ্ন উঠল।

সরল মুখে ইবনান স্বীকার করল, পৃষ্ঠাটা তার প্রয়োজন। শুধু পৃষ্ঠা নিয়ে সে খুশি নয়, এই পৃষ্ঠা কিশোর আলোর কার্যালয়ে পাঠাতে হবে বাবাকে। বাবা জিজ্ঞেস করলেন, এই পৃষ্ঠায় কী আছে? ইবনান জানায়, এই পৃষ্ঠা সময়মতো পাঠালে সে হতে পারে লাখ টাকার কুইজ বিজয়ী। তার ভাগ্যে জুটতে পারে ল্যাপটপ বা মুঠোফোন। পুরস্কার হিসেবে বই আছে হাজার টাকার, আপাতত তা নিয়ে সে ভাবছে না।

নুহা দেরি করল না, নতুন কিআর দাবি জানাল বাবাকে, ‘আমার নতুন কিআ চাই। আমি ছেঁড়া কিআ নেব না।’ বাবা মেনে নিলেন। পত্রিকার দোকানে যখন যাবেন, কিনে আনবেন। নুহা বারবার মনে করিয়ে দিল, তোমাকে আনতেই হবে, ভোলা যাবে না। বাবা নুহাকে নতুন এক কপি কিআ এনে দিয়েছেন। নুহাও লাখ টাকার কুইজ বিজয়ী হতে চায়। সে পেতে চায় ল্যাপটপ, ফোন চায় না। পুরস্কার হিসেবে ফোন তার ভাইয়া পেলে আপত্তি নেই।

অক্টোবর মাসে সারা দেশের অনেক বাসায় এমন গল্প তৈরি হয়েছে। কে কার আগে কুইজ পাঠাবে, লেগে গেছে হুড়োহুড়ি। এভাবে কিআ কার্যালয়ে জমে উঠেছে কিশোর আলোর অক্টোবর মাসের সংখ্যার একটা বিশেষ পৃষ্ঠা। এই পৃষ্ঠায় ছাপা হয়েছে লাখ টাকার কুইজ। পাঁচটি সহজ প্রশ্ন আছে কুইজে। তিনটি করে অপশন দেওয়া। টিক দিয়ে নিজের নাম–ঠিকানা লিখে পাঠিয়েছে সবাই।

এই পৃষ্ঠার লটারি তোলা হয়েছে গত ২৯ অক্টোবর। কিশোর আলোর দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত লাখ টাকার কুইজ প্রতিযোগিতার লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, কিশোর আলোর সম্পাদক আনিসুল হক এবং কিশোর আলোর দুই স্বেচ্ছাসেবক পুষ্প ও রাফি। লটারির মাধ্যমে অসংখ্যা কুপন থেকে একে একে উঠেছে বিজয়ীদের নাম।

প্রথম পুরস্কার হিসেবে ল্যাপটপ পাচ্ছে সাভার বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী শ্রদ্ধা উপাসনা। দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মুঠোফোন পাচ্ছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. তুহিন মাহমুদ। এ দুজনের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে কিআ কার্যালয়ে। বাকি ২০ জন প্রত্যেকে পাচ্ছে এক হাজার টাকার বই। শেল্‌টেক্‌ সিরামিকসের সৌজন্যে শিগগিরই পুরস্কার পৌঁছে যাবে তোমাদের ঠিকানায়।

বিজয়ীদের নাম কিশোর আলো নভেম্বর সংখ্যায় ছাপা হয়েছে। এখানেও বিজয়ীদের নাম তুলে দেওয়া হলো। বিজয়ীদের অভিনন্দন!

তৃতীয় পুরস্কার বিজয়ী ২০ জনের প্রত্যেকে পাবে ১ হাজার টাকার বই

আরশান সাহির হক

তৃতীয় শ্রেণি, ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম

ইস্‌রাত জাহান

দ্বাদশ শ্রেণি, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ

প্রদীপ্ত প্রমিত সরকার

একাদশ শ্রেণি, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, নীলফামারী

ইয়ারা মোস্তাফিজ

নবম শ্রেণি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

জোহীন মহসীন

ষষ্ঠ শ্রেণি, গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী

তাসনিম তাবাসসুম

দ্বিতীয় শ্রেণি, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া

আবিয়াদ আবান

ষষ্ঠ শ্রেণি, সানিডেইল, ঢাকা

মোহাম্মদ জাওয়াদুল হক

দ্বাদশ শ্রেণি, মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার

মোহাম্মদ আবতাহী প্রধান

সপ্তম শ্রেণি, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর

ওয়াসফিয়া আমিন

ষষ্ঠ শ্রেণি, সরাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া

কাজী তাহসীন সিদ্দিকী

দ্বিতীয় শ্রেণি, উপজেলা প্রশাসন কবি হায়াত মামুদ কিন্ডারগার্টেন স্কুল, রংপুর

হাসনিন জাহিন

নবম শ্রেণি, বিএএফ শাহীন কলেজ, যশোর

রেহনুমা তাসনিম

দশম শ্রেণি, গভ. মডেল গার্লস হাইস্কুল, ব্রাহ্মণবাড়িয়া

কায়সার মাহমুদ

নবম শ্রেণি, ফেনী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, ফেনী

আনিশাহ

চতুর্থ শ্রেণি, সৃজন ইন্টারন্যাশনাল স্কুল, কুমিল্লা

ফাইয়াজ হাসান

অষ্টম শ্রেণি, ফরিদপুর জিলা স্কুল, ফরিদপুর

সেঁজুতি হাওলাদার

দশম শ্রেণি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

যাইমা আলী

পঞ্চম শ্রেণি, ওয়াইডব্লিউসিএ উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়, ঢাকা

মো. মোদাব্বেরুল ইসলাম

অষ্টম শ্রেণি, পুরান বিন্যাকুরি দারুস সালাম আলিম মাদ্রাসা, দিনাজপুর

অন্বেষা নুরাইন

চতুর্থ শ্রেণি, স্কলার্সহোম প্রিপারেটরি স্কুল, সিলেট