শুরু হচ্ছে ‘রাজউক ন্যাশনাল সাইস্পার্ক ৩.০’। আগামী ২-৩ অক্টোবর রাজউক উত্তরা মডেল কলেজে এ উৎসব আয়োজিত হবে। দুই দিনব্যাপী এ আয়োজনে সারা দেশের প্রায় ১০০ স্কুলের ৩ হাজার শিক্ষার্থী অংশ নেবে। উৎসবে এবারের স্লোগান ‘গ্র্যাব বিয়ন্ড দ্য ইনফিনিটি’।
ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা মোট তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে পারবে। জুনিয়র ক্যাটাগরি (৬ষ্ঠ-৮ম), সিনিয়র ক্যাটাগরি (৯ম-১০ম) ও হায়ার সেকেন্ডারিতে (একাদশ-দ্বাদশ) শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে।
আয়োজনগুলো ভাগ করা হয়েছে তিনটি ভাগে। শিক্ষার্থীরা গ্রুপ আকারে দেয়ালিকা, সার্চ দ্য ট্রেসার ও ইনোভেটিভ আইডিয়া হান্টের মতো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। গণিত, রসায়ন, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান অলিম্পিয়াডসহ কিউব মাস্টার, সুডোকু কিং, সাইফাই স্টোরি রাইটিংয়ের মতো ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে একাকভাবে। এ ছাড়া অনলাইনে অংশগ্রহণ করতে পারবে সায়েন্টিফিক পোস্টার ডিজাইন ও সায়েন্স মিমের মতো ইভেন্টে।
উৎসবের প্রথম দিনে অলিম্পিয়াড আয়োজিত হবে। পাশাপাশি ইনফরমেটিকস অলিম্পিয়াডে পদকজয়ী শিক্ষার্থীরা তাঁদের অভিজ্ঞতার কথা জানাবেন। দ্বিতীয় দিনে আয়োজিত হবে প্রজেক্ট ডিসপ্লে, দেয়ালিকা, রুবিকস কিউব, স্ট্যান্ডআপ কমেডিসহ আরও অনেক কিছু। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব শেষ হবে। দুই দিনই সকাল ৯টায় উৎসব শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে ৫টায়।
উৎসবে ম্যাগাজিন পার্টনার হিসেবে থাকছে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।